নিজস্ব প্রতিনিধি, আগরতলা/খোয়াই, ২৭ মে৷৷ আমতলী এবং খোয়ইয়ে দুই ব্যক্তির মৃতদেহ পুকুরের জলে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ খোয়াইয়ের ঘটনায় মৃতের পরিচয় জানা গেলেও, আমতলীর ঘটনায় মৃতের পরিচয় জানা যায়নি৷
রাজধানী আগরতলার অদূরে আমতলির বল্লভপুর এলাকায় এক পুকুর থেকে অজ্ঞাত পরিচয় জনৈক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ এলাকাবাসী এ ঘটনাকে হত্যাকান্ড বলে মনে করছেন৷ তাঁরা বলছেন, অন্যত্র হত্যাকান্ড করার পর দেহটি এই পুকুরেদ্ধক এনে পেলে দেওয়া হয়েছে৷ আমতলি থানা সূত্রে জানা গেছে, সকালে ওই পুকুরের আশপাশের স্থানীয় বাসিন্দারা অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেন৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পর মৃতদেহটিকে উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে৷ তবে পুলিশ জানিয়েছে, এটি হত্যাকান্ড কিনা তা এখনও স্পষ্ট হয়নি৷ যদিও শরীরে কয়েকটি আঘাতের চিহ্ণ রয়েছে৷ ময়না তদন্তের রিপোর্ট পেলেই এ বিষয়ে কিছু বলা সম্ভব হবে৷ নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি৷
এদিকে, খোয়াই থানার অধীন লালটিলা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে পুকুরের জলে৷ মৃতের নাম সুধীন দাস৷ বয়স আনুমানিক ৪৫৷ পেশায় কৃষক৷ শনিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন৷ পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোন হদিশ পাননি৷ রবিবার সকালে বাড়ির পাশেই একটি পুকুরের জলে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়৷ সাথে সাথেই খবর দেওয়া হয় খোয়াই থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ তদন্ত শুরু করেছে৷ সুধীন দাসের মৃত্যুর কী কারণ থাকতে পারে এনিয়ে চলছে জোর জল্পনা৷ পুলিশও এই ব্যাপারে কিছু বলতে পারছে না৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব হবে৷ পুকুরের জলে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
2018-05-28