নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ মে৷৷ রহস্যজনক ভাবে অগ্ণিদগ্দ হলেন এক গৃহবধূ৷ ঘটনাটি ঘটেছে উদয়পুরের ড্রপগেইট সংলগ্ণ এলাকায়৷ অগ্ণিদগ্দ মহিলার নাম পিংকি দেবনাথ৷ স্বামীর নাম সুজিত ভগৎ সিং৷
শুক্রবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ নিজ বাড়িতেই অগ্ণিদগ্দ হয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে যান৷ সাথে সাথেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে৷ দমকলের কর্মীরা তাকে উদ্ধার করে টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ এই ঘটনার প্রায় এক ঘন্টা পর ঐ বাড়িতে আগুন লাগে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ আশঙ্কা করা হচ্ছে পরে স্বামী ঘরে আগুন লাগিয়ে দেয়৷ তবে ঘটনাটি পুরোটাই রহস্যাবৃত৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷