
শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য রাজ্যেও| বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৮৪.৭০ টাকা প্রতি লিটার এবং ৭২.৪৮ টাকা প্রতি লিটার| মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৮২.৪৭ টাকা প্রতি লিটার এবং ৭১.৬৬ টাকা প্রতি লিটার| পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় মাথায় মধ্যবিত্তের| সাধারণ মানুষদের কথায়, ‘প্রতি সপ্তাহে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে| এভাবে কতদিন জীবন অতিবাহিত করবো আমরা|’
বাড়ছে তো বাড়ছেই| পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই আকাশছোঁয়া| এই মূল্যবৃদ্ধিতে আম জনতার চোখে জল| জ্বালানির দাম বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে নিত্যপ্রণ্যে| রমজান মাসে যাবতীয় ফল এবং অন্যান্য সামগ্রীর দাম এমনিতেই চড়া| তার উপর পেট্রোল-ডিজেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় আরও চড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম| টান পড়েছে মধ্যবিত্তের পকেটে|