BRAKING NEWS

নিপা আতঙ্ক বিরাজমান কেরলে, কোঝিকোড়ে মৃত্যু আরও দু’জনের

কোঝিকোড়ে (কেরল), ২২ মে (হি.স.): নিপা, মারণ এই ভাইরাসের থাবায় এই মুহূর্তে আতঙ্ক বিরাজমান দক্ষিণ ভারতের রাজ্য কেরলে| নিপা ভাইরাসের হানায় কেরলের কোঝিকোড়ে প্রাণ হারালেন আরও দু’জন| প্রসাশন সূত্রের খবর, কোঝিকোড়ে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিন্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন দু’জন| মঙ্গলবার চিকিত্সাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়েছে| রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে| প্রাথমিকভাবে দু’জনের মৃত্যুর কারণও নিপা বলেই মনে করা হচ্ছে| হাসপাতাল সূত্রের খবর, গা পুড়ে যাওয়া জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজন নামে একজন যুবক| মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে|
গত দু’-এক দিনে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে কেরলের একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে| তাঁদের চিকিত্সা করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক নার্সেরও| বেসরকারি সূত্রের খবর, কেরলে এখনও পর্যন্ত নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে| মৃত্যুমিছিলে এবার আরও দু’টি নাম জুড়ল| নিপা ভাইরাসের হানাদারি যাতে কেরলে আরও ভয়াবহ হয়ে না ওঠে, তার ব্যবস্থা নিতে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের অধিকর্তার নেতৃত্বে তিরুবনন্তপুরমে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক| নিপা ভাইরাসের মোকাবিলা রাজ্য জুড়ে সতর্কতা জারি করা হয়েছে|
মূলত বাদুড় থেকে ছড়ায় এই ভাইরাস| সংক্রমণের ৭-১৪ দিন পরেই এটা খুব দ্রুত ছড়াতে শুরু করে| প্রথমে গায়ে জ্বর ও শ্বাসকষ্ট| নিম্ন রক্তচাপ, মাথাব্যথা, সারাক্ষণ ঘুম ঘুম ভাব| আর ওই সব উপসর্গ দেখা যাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে রোগী চলে যান কোমায়| এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *