BRAKING NEWS

মৃত্যু মিছিল অব্যাহত, উত্তর প্রদেশে বিষমদ ট্র্যাজিতে মৃত বেড়ে ১৩

লখনউ, ২১ মে (হি.স.): মৃত্যু মিছিল অব্যাহত| গত ২৪ ঘন্টায় উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলা ও সংলগ্ন এলাকায় বিষমদ খেয়ে প্রাণ হারালেন আরও চারজন| সবমিলিয়ে উত্তর প্রদেশে বিষমদ খেয়ে প্রাণহানির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩| প্রশাসন সূত্রের খবর, বিষমদ খেয়ে কানপুরে প্রাণ হারিয়েছেন পাঁচজন এবং কানপুর দেহাত সংলগ্ন এলাকায় বিষমদ খেয়ে আরও আটজন প্রাণ হারিয়েছেন| এছাড়াও অন্তত ২৫ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন|

এই ঘটনায় সাতজন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ| অভিযুক্তদের তালিকায় রয়েছেন উত্তর প্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়ক রাম স্বরূপ সিং এবং তাঁর পরিবারের সদস্যরা| বিষমদ ট্র্যাজেডির ঘটনায় রবিবার রাতেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মন্ত্রীর দুই নাতি, যথাক্রমে নীরজ সিং এবং বিনয় সিং সহ পাঁচজনকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *