BRAKING NEWS

কংগ্রেস এবং জেডিএসের অপবিত্র জোট বেশিদিন স্থায়ী হবে না, জানালেন অমিত শাহ

নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : কংগ্রেস এবং জেডিএসের এই অপবিত্র জোট বেশিদিন স্থায়ী হবে না। কর্নাটক জয়ে কংগ্রেস যতই উল্লাস করুক, ২০১৯-র লোকসভায় বিজেপিই ক্ষমতায় আসবে বলে অাশাপ্রকাশ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সোমবার দিল্লিতে বিজেপি দফতরে সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়ে তিনি বলেন, কংগ্রেস নেতাদের পাঁচতারা হোটেলে আটকে না রাখলে সরকার গড়ত বিজেপিই। কর্নাটক বিধানসভায় ইয়েদুরাপ্পার পদত্যাগের দু’দিন পর দিল্লিতে বিজেপির দফতরে সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, কংগ্রেস ও জেডি(এস) নিজেদের পরাজয় ঢাকতে বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ করছেন। কংগ্রেস যতই উল্লাস করুক ২০১৯–এর লোকসভায় বিজেপিই ক্ষমতায় আসবে সেকথা হুঁশিয়ারি দিয়ে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তিনি।

অমিত শাহ এদিন দাবি করেছেন ‘কংগ্রেস ও জেডিএসের অনেক আগেই বিজেপি রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানিয়েছিল। কোনও রাজনৈতিক দলের কাছেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল না। বিজেপি একমাত্র একক বৃহত্তম দল ছিল। সে হিসেবে বিজেপিই আগে সরকার গঠনের দাবি জানিয়েছিল। রাজ্যপালও সেকারণে বিজেপিকে সরকার গঠনের জন্য ডেকেছিল। কংগ্রেস এখন জেডিএসের সঙ্গে জোট গড়ছে। অথচ ভোটের আগে তারা একে অপরের কট্টর বিরোধী ছিল। হারের মধ্যেই জয়ের আনন্দ খুঁজছে কংগ্রেস। কর্নাটকের মানুষ দু’হাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্নাটকের মানুষের জন্য যা করেছেন এর আগে কেউ করেনি। কংগ্রেস সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। কর্নাটকের মানুষও তাই তাদের ফিরিয়ে দিয়েছে। কংগ্রেসের আসন সংখ্যা অনেক কমেছে। জেডিএসের একাধিক প্রার্থীর জামানত জব্দ হয়েছে। ৬টি আসনে নোটার থেকেও কম ভোটে হরেছে বিজেপি।’ কংগ্রেস এবং জেডিএসের এই অপবিত্র জোট বেশিদিন স্থায়ী হবে না বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *