নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ মে৷৷ বিশালগড়ে গুড়িয়ে দেওয়া হল সিপিএমের একটি পার্টি অফিস ও ইন্টাকের একটি অফিস৷ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারী জমিতে গড়ে তোলা পার্টি অফিস উচ্ছেদ অভিযান চলছে৷ সিপাহীজলা জেলার দুটি অফিস গুড়িয়ে দেয় প্রশাসন৷ দলীয় অফিস ভাঙ্গা নিয়ে সিপিএমের একাংশ নেতৃত্ব দৌড়ঝাপ শুরু করেছে৷ বুধবার সকাল সাতটা নাগাদ বিশালগড়ের গোলাঘাটি মোটরস্ট্যান্ডস্থিত কংগ্রেসের শ্রমিক সংগঠন ইন্টাকের অফিস এবং বিশালগড় থানার সামনে সিপিএমের একটি পার্টি অফিস গুড়িয়ে দেওয়া হয়৷ এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন বিশালগড় মহকুমার এসডিপিও মিহির লাল দাস, মহকুমা শাসক সোধাকর সিন্ধিয়া ও বিশালগড় থানার ওসি প্রদীপ ভৌমিক৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে মোতায়েন করা হয়েছিল প্রচুর সংখ্যায় নিরাপত্তা বাহিনীর জওয়ান৷
2018-05-17