পুলিশের নেশা বিরোধী অভিযান জোরদার, ব্রাউন সুগার সহ যুবক গ্রেপ্তার আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ সরকার বদলের পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় নেশা বিরোধী অভিযান চলছে৷ আর এই অভিযানে বিস্তর সাফল্যও পাচ্ছে পুলিশ৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যকে নেশামুক্ত করার ডাক দিয়েছেন৷ এই ডাকে সাড়া দিয়ে গোটা রাজ্যে ব্যাপক পুলিশী অফিযান চলছে৷ পুলিশী অভিযানে সহায়তা করছেন সাধারণ নাগরিকরাও৷

জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর সচিবালয়ে পুলিশ মহানির্দেশক সহ পুলিশের অন্যান্য শীর্ষ আধিকারীকদের ডেকে এনে নেশা বিরোধী অভিযানে জিরো টলারেন্স দেখানোর কথা বলেন৷ বৈঠকে তিনি এও জানিয়ে দেন, নেশার কারণে রাজ্যে নানা ধরনের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে এবং অপরাধ প্রবণতা বাড়ছে৷ ফলে নেশা এবং নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷ এর পর থেকেই রাজ্যে প্রায় প্রতিদিন নেশা বিরোধী অভিযান চলছে৷ রাজ্য পুলিশ ভিন্ন অন্যান্য কেন্দ্রীয় বাহিনীও অনুরূপ অভিযান চালাচ্ছে৷ প্রায় প্রতিটি ক্ষেত্রে ব্যাপক সাফল্যও আসছে৷ মঙ্গলবার পশ্চিম থানার পার্শ্ববর্তী এলাকা আরএমএস চৌমুহনীর একটি সেলুন থেকে কৌশিক সাহা নামের ২২ বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে৷ তার বাড়ি মেলারমাঠ এলাকায়৷ তার কাছ থেকে প্রচুর পরিমাণে ব্রাউনসুগার উদ্ধার করা হয়েছে৷ নেশার ট্যাবলেটও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে৷ কৌশিককে থানায় এনে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাকে জেরা করা হচ্ছে৷ পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *