গুয়াহাটিতে উদ্ধার সোনার বিস্কুট, আটক চার

গুয়াহাটি, ১৩ মে (হি.স.) : গুয়াহাটি মহানগরে উদ্ধার হয়েছে অবৈধ দুটি সোনার বিস্কুট। অবৈধ সোনা কারবারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার জালুকবাড়ি থানার অন্তর্গত শরাইঘাট সেতুর কাছে অপরাধ-অনুসন্ধান শাখা ও জালুকবাড়ি পুলিশের অভিযানে দুটি সোনার বিস্কুট-সহ চার সোনা পাচারকারী আটক হয়েছে। সেই সঙ্গে সোনা পাচারের জন্য ব্যবহৃত এএস ০১ বিকিউ ০৬৯৪ নম্বরের একটি ওয়াগন-আর গাড়ি আটক করা হয়েছে। সোনার বিস্কুটগুলি বরপেটা জেলার হাউলি থেকে গুয়াহাটি নিয়ে আসছিল চার সোনা পাচারকারী। আটকরা যথাক্রমে জয়দেব হালদার, উত্তম হালদার, রাজীব ধর এবং রাজেশ মণ্ডল। আটক চার যুবক বিশেষ এক রাজনৈতিক দলের কর্মী বলে নিজেদের পরিচয় দিয়েছে, জানিয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের অনুমান, এদের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে। তদন্তে ঘটনা প্রকাশ্যে আসবে বলে মনে করছে পুলিশ। আজ উদ্ধারকৃত সোনার বিস্কুটের মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *