
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর ডিরেক্টর মনমোহন সিং জানিয়েছেন, শনিবার সকাল ৯.২৭ মিনিট নাগাদ ৩.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের চম্বা জেলা| ভূমিকম্পের উত্সস্থল ছিল ৩২.৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৬.৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে| মৃদু ভূকম্পনে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি|