রবীন্দ্রনাথের নোবেল নিয়ে মুখ্যমন্ত্রী ইতিহাস বিকৃত করছেন ঃ কংগ্রেসের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার বিতর্কে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বিঁধল কংগ্রেস৷ মুখ্যমন্ত্রী ইতিহাস বিকৃত করছেন, বিদ্রুপের সুরে একথা বলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল রায়৷

শুক্রবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর তীব্র ভাষায় সমালোচনা করেন গোপাল রায়৷ তাঁর কথায়, পদের গরিমা বজায় রাখছেন না মুখ্যমন্ত্রী৷ যখন যা খুশি বলছেন৷ বিদ্রুপ করে গোপাল রায় বলেন, সম্প্রতি ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল ফিরিয়ে দিয়েছেন৷ এই ইতিহাস কোথায় পেয়েছেন মুখ্যমন্ত্রী, জানতে চেয়েছেন কংগ্রেস নেতা৷ তাঁর কথায়, মুখ্যমন্ত্রী ইতিহাস বিকৃত করছেন৷

গত বুধবার উদয়পুরে রাজর্ষী উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রবীন্দ্রনাথ তাঁর জীবনে অনেক অবদান রেখেছেন৷ ব্রিটিশদের নোবেল উপাধিও তিনি ফিরিয়ে দিয়েছিলেন৷ এই কথাতেই বিরোধীরা তাঁকে সমালোচনায় বিঁধেছেন৷ বাস্তবে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া ‘নাইট’ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন৷ রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার ২০০৪ সালে চুরি হয়ে গিয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *