
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার সকালে মহারাষ্ট্রের লাতুর জেলার নিলাঙ্গনা থেকে মুখেদ অভিমুখে যাচ্ছিল একটি টেম্পো| ঘড়ির কাঁটায় সকাল তখন ৯.৩০ মিনিট হবে, নান্দেড় শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে, লাতুর-মুখেদ রোডের উপর জাম্ব গ্রামের সন্নিকটে যাত্রীবোঝাই টেম্পো ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের বাসিন্দা| পরে দুর্ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল| সিনিয়র পুলিশ ইন্সপেক্টর (মুখেদ) এস বি চৌবে জানিয়েছেন, ভয়াবহ দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে| মৃতদের মধ্যে আটজন হলেন মহিলা, গুরুতর আহত অবস্থায় কমপক্ষে ২০ জন কেমুখেদ ও লাতুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে অন্তত ১০ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| লাতুর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ গণেশ কিন্দ্রে জানিয়েছেন, টেম্পোর যাত্রীদের বাড়ি লাতুরের খারুসা গ্রামে|