পাচারকালে বাইক সহ আটক পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১১ মে৷৷ বৃহস্পতিবার কমলাসাগরের পাথারিয়াদ্বার এলাকায় হানিফ মিয়ার ছেলে মাসুদ মিয়াকে আটক করেছে পুলিশ৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে বুধবার গভীর রাতে পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় কাটাতারের বেড়ার ১০২ নম্বর গেইট সংলগ্ণ এলাকা থেকে একটি পালসার বাইক বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল৷ বাইকটির নম্বর টিআর-০১এল-৪৭১৬৷ পাচারকালে বিএসএফ জওয়ানরা পাচারকারীকে বাধা দেয়৷ তখন পাচারাকারী বাইক ফেলে পালিয়ে যাবার চেষ্টা করে৷ বিএসএফ জওয়ানরা পাচারাকারীকে পিছু ধাওয়া করে এবং তার বাড়িতে পর্যন্ত পৌঁছে৷ বিএসএফ জওয়ানরা মাসুদ মিয়া সহ বাইকটি আটক করেছে৷ পরে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পাচারাকারী ও বাইকটি৷ তার বিরুদ্ধে মধুপুর থানার পুলিশ একটি মামলা নিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *