
নিহত আইনজীবীর পরিবারবর্গকে ২০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। দুষ্কৃতীদের গুলিতে নিহত আইনজীবী রাজেশ শ্রীবাস্তবের মৃত্যু খবর পাওয়া মাত্র ক্ষোভে ফেটে পড়ে এলাহাবাদ জেলা হাসপাতালের আইনজীবীরা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষুদ্ধ আইনজীবী। এমনকি বাসও জ্বালিয়ে দেয় তারা। রাজ্য পুলিশের প্রধান ও পি সিং জানিয়েছেন, জমি নিয়ে বিবাদের জেরে খুন হতে হয়েছে রাজেশ শ্রীবাস্তকে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে তিনি জানিয়েছেন তিনি।