শরিকি বিবাদে লাগাম টানার কৌশল, বিজেপি-আইপিএফটি সমন্বয় কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে ৷৷ শরিকি বিবাদে বিশন চিন্তায় পড়েছে বিজেপি৷ তাই, দল ও সরকারের মধ্যে সমন্বয় সাধনে কমিটি গঠন করেছে বিজেপি ও আইপিএফটি৷ পাচ সদস্যক এই কমিটিতে রয়েছেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা, আইপিএফটি সাধারণ সম্পাদক তথা উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য্য এবং সাধারণ সম্পাদিকা প্রতীমা ভৌমিক৷ এই কমিটি গঠন শরিকি বিবাদে লাগাম টানার কৌশল বলেই মনে হচ্ছে৷ তিপ্রাল্যান্ডের দাবিতে আইপিএফটি সাড়া রাজ্যেই তাদের গতিবিধি জারি রেখেছে৷ কিন্তু, বিজেপির অভিধানে তিপ্রাল্যান্ডের কোনও শব্দ নেই, সাফ জানালেন দলের সাধারণ সম্পাদিকা প্রতীমা ভৌমিক৷

বুধবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা জানিয়েছেন, মঙ্গলবার প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত কয়েকদিনে বিজেপি ও আইপিএফটির মধ্যে ঝামেলা নিয়ে বৈঠক করেছেন৷ এই বৈঠকে বিজেপি আইপিএফটি জোটের সমন্বয়ে সরকার ও দল পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাই, সরকার ও দলের মধ্যে সমন্বর সাধনে পাচ সদস্যের একটি কমিটি গঠন হয়েছে৷ সম্প্রতি সারা রাজ্যেই বিজেপি ও আইপিএফটির মধ্যে ঝামেলা হচ্ছে৷ এ বিষয়ে প্রতীমা ভৌমিকের বক্তব্য, ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা যাচ্ছে সিপিএম কর্মী সমর্থকরা রাতারাতি বিজেপি কিংবা বিএমএসে যোগ দিচ্ছেন৷ তাঁর কথায়, বিজেপি আইপিএফটি জোট সরকার সুখে থাকুক তা চাইছে না সিপিএম৷ তাই, আইপিএফটিকে হাতিয়ার করে সিপিএম দুষৃকতিদের দিয়ে জোট সরকারকে বিভ্রান্ত করতে চাইছে৷ গতকাল ছৈলেংটায় অবরোধ কর্মসূচিতে ৯৫ শতাংশ অংশগ্রহণ কারীই ছিলেন বকলমে সিপিএম৷ তিনি জোর দিয়ে বলেন, সারা রাজ্যে আইপিএফটি ও বিজেপির মধ্যে কোনও সংঘাত নেই৷ রাজ্য সরকারকে এবং বিজেপি ও আইপিএফটিকে বদনাম করার চেষ্টা চলছে৷

সম্প্রতি, বিভিন্ন ঘটনায় আইপিএফটিকে তিপ্রাল্যান্ডের দাবিতে শ্লোগান দিতে দেখা গেছে৷ জোট সরকার গঠিত হলেও তিপ্রাল্যান্ডের দাবিতে আইপিএফটি এখনও অনড় রয়েছে, এই রাজনৈতিক জটিলতা বিজেপি আদৌ মোকাবিলা করতে পারবে কিনা সেই প্রশ্ণের জবাবে  প্রতীমা ভৌমিকের সাফ কথা, বিজেপির অভিধানে তিপ্রাল্যান্ডের কোন শব্দ নেই৷ এই দাবি আইপিএফটির সম্পূর্ণ নিজস্ব৷ জোটে এই দাবির কোনও স্থান নেই৷ তাঁর কথায়, রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য উন্নয়ন৷ জনজাতিদের আর্থ-সামাজিক, কৃষ্টি, সংসৃকতি ও ভাষাগত উন্নয়নের লক্ষ্যেই চলছে রাজ্য সরকার৷

এদিন তিনি আরও জানিয়েছেন, এডিসি এলাকায় কাজকর্ম স্তব্ধ হয়ে গেছে৷ তাই, বিজেপি ও আইপিএফটি মিলে বৃহস্পতিবার থেকে  এডিসিতে আন্দোলন শুরু হবে৷ প্রতিটি জোনাল অফিসে ডেপুটেশন দেবে বিজেপি ও আইপিএফটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *