বেঙ্গালুরু, ৬ মে (হি.স.) : বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে কংগ্রেস কর্ণাটকে ক্ষমতায় আসবে। রবিবার আত্মবিশ্বাসের সঙ্গে এমনই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। দক্ষিণের এই রাজ্যে এখনও কংগ্রেসের দখলে রয়েছে। কিন্তু যেভাবে গোটা দেশে বিজেপির ঝড় উঠেছে তাতে কর্ণাটকে নিজেদের গড়ে ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা কংগ্রেস সেটা নিয়েই উঠেছে প্রশ্ন। এমন সময় সব জল্পনাকে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী
সিদ্দিরামাইয়া এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ইয়েদুরাপ্পা এবং কুমারস্বামী দুই জনেই দাবি করছে যে তারা ক্ষমতায় আসবে। কিন্তু আপনারা যদি বিজেপির রেকর্ড দেখেন তবে দেখবেন বহু গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিজেপি কোনওদিন জেতেনি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসবে।

অন্যদিকে, রাজ্যের একাধিক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। রাজ্যের মানুষ কংগ্রেসকে যোগ্য জবাব দেবে। কংগ্রেসকে যদি কেউ পরাজিত করতে পারে তবে সেটা বিজেপি। কংগ্রেস যখন কোনও নির্বচন হেরে যায় তখন তারা ইভিএম যন্ত্রকে দোষ দেয়।