মুম্বই, ৬ মে (হি.স.) : রবিবার ওয়াংখেড়েতে মুম্বই বিরুদ্ধে নামছে নাইট বাহিনী। ইডেনে চেন্নাইকে হারানোর পর থেকে অাত্মবিশ্বাসী কার্তিকরা। সেই ফর্ম রোহিতদের বিরুদ্ধেও ধরে রাখতে এবার মরিয়া কলকাতা। ব্যাক ট্যু ব্যাক আবার ইডেনে ম্যাচ বুধবার।
ওয়াংখেড়ের পিচ ধীর গতির হওয়ায় এদিন সুবিধা পেতে পারেন নারিন, কুলদীপ, চাওলারা। নাইট শিবিরে স্বস্তি দিয়ে ফিট হয়েছেন নীতীশ রাণা। তিনি খেললে বাদ পড়তে পারেন রিঙ্কু সিং। শনিবার প্র্যাকটিসের ফাঁকে স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে পার্সি জিমখানা মাঠে প্র্যাকটিস ম্যাচ খেলেন কেকেআর ক্রিকেটাররা। এদিকে সামনের প্রত্যেকটা ম্যাচই মাস্ট উইন। তাই জয় ছাড়া আর কিছুই ভাবছে না মুম্বই। দেরিতে হলেও ফর্মে ফিরেছেন অধিনায়ক রোহিত।
রোহিতদের ঘুরে দাঁড়ানোর দৌড়ের রাস্তায় এদিনের প্রতিপক্ষ হিসেবে কেকেআর নেহাত হেলাফেলা করার মত নয়৷ কয়েক বছর আগে ওয়াংখেড়ে এই ম্যাচের আলাদা তাৎপর্য ছিল৷ তখন ওয়াংখেড়েতে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল নাইট মালিক শাহরুখ খানের৷ কিং খান ওয়াংখেড়েতে এই ম্যাচ জিততে মরিয়া ছিলেন৷ কেকেআর ম্যানেজমেন্টের এক সদস্য এক বার বলেছিলেন , ‘চ্যাম্পিয়ন হওয়ার থেকেও শাহরুখ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় দেখতে বেশি ভালোবাসে৷