সৈনিকদের বলিদানকে কখনই সম্মান করে না কংগ্রেস, কর্নাটকে বার্তা প্রধানমন্ত্রীর

কালাবুরাগি (কর্নাটক), ৩ মে (হি.স.): আগামী ১২ মে কর্নাটক বিধানসভা নির্বাচন| হাতে আর বেশি দিন বাকি নেই, ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রচার| কর্নাটকের শাসক দল কংগ্রেস এবং জনতা দল (সেক্যুলার)-এর পাশাপাশি কর্নাটকে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি-ও (বিজেপি)| গত ১ মে কর্নাটকের চামরাজানগর সহ পৃথক জায়গায় নির্বাচনী প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| আর বৃহস্পতিবার কর্নাটকের কালাবুরাগিতে নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার শুরুতেই কন্নড় ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘কল্যান কর্নাটকা, নন্না প্রিত্রয়, বসভন্না পুন্যস্থান নমস্কারা’| এরপরই জনসভার সামনে উপস্থিত সাধারণ মানুষদের উদ্দেশ্যে বক্তব্য রাখা শুরু করেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রী এদিন ‘সার্জিক্যাল স্ট্রাইক’, ‘মোমবাতি মিছিল’ সহ একাধিক ইস্যুতে কংগ্রেসকে তুলোধনা করেছেন| প্রধানমন্ত্রীর কথায়, ‘আমাদের সৈনিকদের বলিদানকে কখনই সম্মান করে না কংগ্রেস| আমাদের সৈনিকরা যখন সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল, সেই সময় প্রশ্ন তুলেছিল কংগ্রেস|’ প্রসঙ্গত, সার্জিক্যাল স্ট্রাইকের পরই প্রশ্ন তুলেছিল কংগ্রেস, গোটা দেশজুড়ে শোরগোল ফেলে দিয়ে ছিল কংগ্রেস নেতৃত্ব| এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ‘আমার কাছ থেকে সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছিল তাঁরা (কংগ্রেস)| সার্জিক্যাল স্ট্রাইকের পর কংগ্রেসের একজন নেতা আমাদের বর্তমান সেনাপ্রধানকে ‘গুণ্ডা’ আখ্যা দিয়েছিলেন|’
কর্নাটকের সাধারণ মানুষের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা, ‘এই নির্বাচন কর্নাটকের ভবিষ্যত নির্ধারণ করবে| এই নির্বাচন হল মহিলাদের নিরাপত্তা, কৃষকদের সামগ্রিক উন্নয়নের জন্য নির্বাচন| এই নির্বাচনকে শুধুমাত্র বিধায়ক নির্বাচন হিসেবে, ধরলে ভুল করা হবে| বিধায়ক নির্বাচনের থেকেও অধিক গুরুত্বপূর্ণ হল এই নির্বাচন|’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘কর্নাটক হল বীরত্বের সমার্থক| কিন্তু, কংগ্রেস সরকার ফিল্ড মার্শাল কারিয়াপ্পা ও জেনারেল থিমায়য়ার সঙ্গে কেমন আচরণ করেছে? ইতিহাসে প্রমাণ রয়েছে| ১৯৪৮ সালে পাকিস্তানকে পরাজিত করার পর, তত্কালীন প্রধানমন্ত্রী নেহুর এবং প্রতিরক্ষা মন্ত্রী কে মেনন জেনারেল থিমায়য়ারকে অপমান করেছিলেন|’ কংগ্রেস নেতৃত্বকে একহাত নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘সর্বশেষ নির্বাচনের সময়, কংগ্রেস নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিল মল্লিকার্জুন খাড়গে জীকে মুখ্যমন্ত্রী করা হবে| তাঁরা দলিত সম্প্রদায়কে বিভ্রান্ত করেছে| এ ভাবেই রাজনৈতিক খেলায় মত্ত কংগ্রেস|’ সম্প্রতি উত্তর প্রদেশের উন্নাও এবং জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় গণধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে মোমবাতি মিছিল করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতৃত্ব| এ প্রসঙ্গে টেনে এনে নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, ‘দিল্লিতে যে সমস্ত কংগ্রেস নেতা মোমবাতি মিছিলে অংশ নিয়েছিলেন, তাঁদের কাছে আমি জানতে চাই, বিদারে যখন দলিত মেয়েটি নিগৃহীত হয়েছিল তখন কোথায় ছিল আপনাদের মোমবাতি মিছিল?’
উল্লেখ্য, কর্নাটকে অন্তত ২১ টি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ইতিমধ্যেই গত ১ মে তিনটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী| আর বৃহস্পতিবার, ৩ মে কর্নাটকের কালাবুরাগি, বল্লারি এবং বেঙ্গালুরুতে জনসভা করবেন প্রধানমন্ত্রী| প্রসঙ্গত, কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে একটি পর্বে| আগামী ১২ মে কর্নাটক বিধানসভার ২২৪টি আসনে ভোটগ্রহণ হবে| ভোটগণনা হবে ১৫ মে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *