
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ৬৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান । তার আগে গতকাল সন্ধ্যায় দিল্লির বিজ্ঞান ভবনে চূড়ান্ত মহড়ার সময় পুরস্কারপ্রাপকরা জানতে পারেন যে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অনুষ্ঠানে মাত্র একঘন্টা থাকবেন এবং সেজন্য ১১ জনের হাতে পুরস্কার প্রদান করবেন। এ কথা জানার পর বাকি ১২৯ জন পুরস্কার প্রাপক খুবই হতাশ। তাঁদের মধ্যে ৬০ জনের বেশি প্রতিবাদ হিসেবে অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের বিতর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবার একাধিক পুরস্কারে নাম ঘোষিত নগরকীর্তিণ ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এটা কোনও রাজনৈতিক দলের পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়। রাষ্ট্রপতি ভিন্ন অন্য কার হাত থেকে পুরস্কার গ্রহণ অসম্মানজনক বলেই মনে হয়। এই ঘটনা দুর্ভাগ্যজনক। রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নন। এই পুরস্কার তুলে দেওয়া রাষ্ট্রপতির দায়িত্ব বলেও মন্তব্য করেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
এই ঘটনা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি পুরস্কারের তালিকায় থাকা ময়ুরাক্ষী ছবির পরিচালক অতনু ঘোষও। এসবের পাশাপাশি মালায়লম ছবির পরিচালক জলি আয়াপ্পনও ওই অনুষ্ঠান বয়কট করেছেন বলে খবর। অন্যদিকে অভিনেতা ঋদ্ধি সেন বলেন, জাতীয় পুরস্কার পাওয়া খুবই সম্মানের। শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত জানানো ঠিক হয়নি বলেও মন্তব্য করেন ঋদ্ধি।উল্লেখ্য, গত বছর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অবশ্য সমস্ত প্রাপকদের হাতেই পুরস্কার তুলে দিয়েছিলেন।