
বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের অম্বাওয়াড়ি ভিস্তার অঞ্চলে অবস্থিত ইসরোর ওই অফিসে, যন্ত্রপাতি মজুত রাখার ৩৭ নম্বর বাড়িতে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন এবং ১০টি অ্যাম্বুল্যান্স। আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন সিআইএসএফ–এর এক জওয়ান। পুরো বাড়িটি খালি করে দিয়ে এলাকা ঘিরে ফেলেছে পুলিশ । প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শার্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তার, মেশিনের তেল, যন্ত্রপাতির মতো দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তে জ্বলে ওঠে আগুন। অগ্নিকাণ্ডে আনুমানিক কয়েক কোটি টাকার লোকসান হয়েছে বলে মনে করছে ইসরো।