বিশালগড় গণধর্ষণ কান্ডে ধৃত এক, ঘটনাকে কেন্দ্র করে উঠছে নানা প্রশ্ণ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ এপ্রিল৷৷ বিশালগড়ের গণধর্ষণ কান্ডে অভিযোগ দায়ের করার পর পুলিশ পাঁচ জনের মধ্যেএকজনকে সন্দেহভাজন ভাবে আটক করতে সক্ষম হয়েছে৷ বাকীদের আটক করতে কিছুটা অনিহা থাকলেও উর্ধস্থল কতৃপক্ষের চাপে প্রায় লেজে গোরবে বিশালগড়ের সুনামধন্য মহিলা থানার পুলিশ৷ পুলিশ সূত্রে জানা যায় গত শুক্রবার দিন রাতে বিশালগড় জাঙ্গালিয়ার কয়েকজন যুবক লালসিংমুড়া সুতারমুড়ার বাসিন্দা জনৈক উপজাতি গৃহবধূকে সিপাহীজলার পার্কের পেছনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে৷ পরে ঐ মহিলা বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ করলে শনিবার গভীর রাতে একজন কে সন্দেহভাজন ভাবে আটক করে৷ গোটা ঘটনায় ছিঃ ছিঃ রব উঠছে রাজ্য সহ বিশালগড় জুড়ে৷
অন্যদিকে বিশালগড় বাসীদের অভিযোগ ঐ উপজাতি মহিলাটি স্বামী ছাড়া পর পুরুষের সাথে কেনই বা জঙ্গলে প্রবেশ করে৷ কেনই বা তাদের কথা মত এগোতে থাকে৷ যদি রাতের আঁধারে জঙ্গলে প্রবেশ করতে ইচ্ছা না থাকত তাহলে কেনি বা চিৎকার দিলেন না৷ অভিযুক্ত স্থানে যেতে হলে বহু ঘর বাড়ী পেরিয়ে যেতে হয়৷ ঐ মহিলাকে জোরপূর্বক সেই অভিযুক্ত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলেও কোন প্রকারের অভিযোগ দায়ের করা হয় নি বলে পুলিশ সূত্রে জানা যায়৷ অভিযোগ দায়ের করা হয়েছে জোর পূর্বক গণ ধর্ষণ করা হয়েছে৷ যদিও পরে বিষয়টিকে কেন্দ্র করে তদন্ত চালাচেছ পুলিশ৷
এলাকাবাসীদের আরো অভিযোগ রাতের আঁধারে সিপাহীজলার মত নির্জন জায়গায় কোনধরনের পুলিশি টহল থাকে না৷ এর আগেও সিপাহীজলা বুট ঘাটের পাশে এক যুবতীকে গাছের সাথে বেঁধে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে৷ এমনবস্থায় এক পুলিশ কর্মী ডিউটি সেরে বাড়ী ফেরার পথে বিষয়টি আচ করতে পেরে তাকে ধাওয়া করে৷ পরে অভিযুক্ত সেই যুবকটি পালিয়ে যায়৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পরে পুলিশ গিয়ে সেই যুবতীটিকে উদ্ধার করে৷ এখন দেখার বিষয় বিশালগড় গণ ধর্ষণ কান্ডে অভিযুক্ত বাকী আরো চার যুবককে আটক করতে পুলিশ বাবুদের আর কতদিন সময় লাগে৷ নাকি আর বাকি কয়েকটা কেইসের মত ধামাচাপা পড়ে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *