ছ’বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুন করার অপরাধে ফাঁসির সাজা

বেঙ্গালুরু, ২৯ এপ্রিল (হি.স.) : ছ’বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করার অপরাধে এক ব্যক্তিকে ফাঁসির সাজা শোনাল বেঙ্গালুরু সিটি আদালত৷
পঁয়ত্রিশের বছর অনিল বালাগর এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করতে পারবেন৷ দুই কন্যা সন্তানের পিতা অনিল নিজের গিরিনগরের বাড়িতে ওই শিশুকন্যাকে ধর্ষণ করে হত্যা করে৷
বিচারক এম লাথাকুমারি এই ঘৃণ্য অপরাধের সাজা হিসেবে ফাঁসির সাজা ঘোষণা করেন৷ এরই সঙ্গে শিশুটিকে ধর্ষণ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি, ১০ বছরের সশ্রম কারাদন্ডের অাদেশ দেন৷ দাদুর বাড়ির সামনে শিশুটি খেলা করছিল৷ ৬.১৫ নাগাদ থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ সেই রাতেই বাড়ি ছেড়ে পালিয়েছিল বালাগর৷ তখনই সন্দেহ হয় স্থানীয়দের৷
সরকারি আইনজীবী চন্না ভেঙ্কটারামানাপ্পা বলেন, অভিযুক্তের মোবাইল তারপর থেকেই বন্ধ ছিল৷ কারোর সাথেই যোগাযোগ করেনি সে৷ সেদিন থানায় নিখোঁজ ডায়েরি করে বাচ্চাটির পরিবার৷ তিনদিন পর, বালাগরের বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে দেখে পুলিশ খবর দেন স্থানীয়রা৷ পুলিশ গিয়ে শিশুটির দেহ উদ্ধার করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *