জঙ্গি দমনে ফের বড় সাফল্য পেল আফগান সেনা

কাবুল, ২৯ এপ্রিল (হি.স.) : জঙ্গি দমনে ফের বড় সাফল্য পেল আফগান সেনা৷ এবার আট জঙ্গিকে খতম করল তারা৷ মৃতরা সকলে তালিবান জঙ্গি বলে জানা গিয়েছে৷
আফগান সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার শিনদান্ডেতে আফগান সেনা ও তালিবান জঙ্গিদের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয়৷ তাতে আট তালিবান জঙ্গিকে নিকেষ করে আফগান সেনা৷ এছাড়া আরও সাতজন তালিবান জঙ্গি গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে৷ তবে এখনও মৃত জঙ্গিদের পরিচয় সামনে আনেনি আফগান প্রশাসন৷ অপরদিকে তালিবানের তরফ থেকেও কোনও বিবৃতি জারি করা হয়নি৷
অন্যদিকে, হেলম্যান্ড এলাকার একটি সেনা ক্যাম্পের কাছে একটি আত্মঘাতী হামলায় দুই সেনা জওয়ান সহ মৃত্যু হল কমপক্ষে ছ’জনের। সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ওই এলাকায় ঢুকে পড়ে এক জঙ্গি। এর জেরে দুই আফগান সেনা জওয়ান ও এক মহিলা সহ কমপক্ষে ছ’জনের মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *