BRAKING NEWS

এবার কিম-ট্রাম্প বৈঠক আগামী মাসেই, ইঙ্গিত হোয়াইট হাউসের

ওয়াশিংটন, ২৯ এপ্রিল (হি.স.) : আগামী মাসেই উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হতে পারে বলে ট্যুইটে এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস৷ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ট্যুইট করেন৷ যেখানে কোরীয় দেশের পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে উল্লেখ করে তিনি বলেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক৷ তবে এই বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে বিশেষ সূত্রে খবর, মার্কিন প্রশাসনের সম্ভাব্য বৈঠকে স্থান নির্ধারণের প্রাথমিক পর্যায়ে রয়েছে মঙ্গোলিয়া ও সিঙ্গাপুর৷
গত শুক্রবারই উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতাদের এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে কোরীয় উপত্যকার পারমাণবিক অস্ত্র মুক্ত করার বিষয়ে তারা সম্মত হন। এর আগে বহু বছর ধরে উত্তর কোরিয়া বলে আসছে, পিয়ংইয়ং কখনোই পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করবে না। কারণ মার্কিন আগ্রাসন থেকে নিজেদের রক্ষায় এটি তাদের প্রয়োজন। এবছরের শুরুতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে অংশ গ্রহণের মাধ্যমে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখায় পিয়ংইয়ং। আর তাতে সাড়া দিয়েই অনুষ্ঠিত হয়েছে দুই কোরিয়ার নেতাদের বৈঠক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *