উত্তরপ্রদেশের জৌনপুরে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৩ ও আহত ১০

জৌনপুর, ২৯ এপ্রিল (হি.স.) : যাত্রীবোঝাই সরকারী বাসে সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। গুরুতর আহত ১০। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি রবিবার সকালে ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরের রামপুর এলাকায়।
এদিন সকাল ৬টা ১৫মিনিট নাগাদ রামপুরে অউনপুর-মির্জাপুর রোডের কাছে রাজ্য পরিবহন নিগমের যাত্রীবোঝাই এক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি পণ্যবোঝাই একটি ট্রাকের। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসের সামনের দিকটি একেবারে দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনজন বাস যাত্রী। দুর্ঘনার বিকট আওয়াজ শোনা মাত্র ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ট্রাকের চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল। তাই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাজ্য পরিবহণ নিগমের বাসে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর ট্রাকের চালক এবং বাসের চালক ফেরার হয়ে গিয়েছে। পুলিশ সূত্রে নিহতদের পরিচয় জানা গিয়েছে। নিহতদের নাম ওজাগির বিশ্বকর্মা। বাড়ি ফৈজাবাদ। দ্বিতীয় নিহতের নাম মুকেশ মৌদনবাল। তৃতীয় নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *