সন্ত্রাস বন্ধে ও দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের কোন ভূমিকা নেই ঃ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাস রাজ্যে এখনো জারী রয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম৷ দলের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, শাসক দলের বিজেপি দুর্বৃত্তবাহিনীর লাগামহীন হিংস্র সন্ত্রাসে জিরানীয়া মহকুমা এলাকার জিরানীয়া ও খয়েরপুরের সাধারণ মানুষ আতঙ্কে দিন যাপন করছেন৷ যারা বামফ্রন্ট সরকার পরিবর্তনে বিজেপি কে নির্বাচনে ভোট দিয়েছিল তারাও ভয়ে দিন কাটাচ্ছেন৷ শান্তির পরিবেশ সম্পূর্ণ উদ্ধাও৷ মানুষের নিরাপত্তা বিপন্ন৷ সন্ত্রাস বন্ধে এবং সন্ত্রাস বাহিনীর দুর্বৃত্তদের গ্রেপ্তারের রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের ভূমিকা নেই৷
গত ১৮ এপ্রিল জিরানীয়ার শচীন্দ্রনগর কলোনী এলাকার বিদ্যাসাগর পাড়াতে সংখ্যালঘু পরিবার রতন মিঞার বাড়ীতে বিজেপি দুর্বৃত্তরা বারান্দায় আগুন লাগিয়ে দেয় এবং তাঁর ছেলে আমিল আকবর মিঞার একটি মোটর বাইকে (টিআর০১এক্স-৫৭৯৪) আগুন লাগিয়ে দেয়৷ এতে বাইকটি সম্পূর্ণ পুড়ে যায়৷ ঘরের বারান্দায় লাগানো আগুন এলাকাবাসী এসে নেভায়, ফলে বসত, ঘরটি রক্ষা পায়৷ দুর্বৃত্তরা গোটা পরিবারকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছিল৷
ঐ রাতেই জিরানীয়ার মহকুমা শাসক এও ম্যাজিস্ট্রেও এর অফিসের গাড়ী চালক দীপক মজুমদারের নোয়াবাদী স্থিত (শচীন্দ্রনগর)-তে বাড়ীতে দুসৃকতি কারীরা হামলা সংগঠিত করে৷ হামলা করে তাঁর নিজের একটি মারুতি গাড়ী এবং এসডিএম অফিসের একটি মারুতি গাড়ী ভাঙচুর করে৷ এতে ২টি গাড়ীরই ভীষণ ক্ষতি হয়েছে৷ ঐ রাতেই শচীন্দ্রনগর এলাকায় রাজেন্দ্র দাম ও নোয়াবাদীতে বাপন নন্দীর বাড়ীতে হামলা করে শাসক দলের দুর্বৃত্তরা ভাঙচুর করে৷ জিরানীয়া মহকুমা খয়েরপুরেও শাসক বিজেপি দুর্বৃত্তদের সন্ত্রাস, আক্রমণ জারি রয়েছে৷
১৮ এপ্রিল আবারও আক্রান্ত শিক্ষক সুনীল চন্দ্র দেবনাথ৷ খয়েরপুর কেন্দ্রের নোওয়াগাঁও হাইসুকলের প্রাতঃ বিভাগের কর্মরত শিক্ষক সুকল শেষে মোহনপুরের কড়ইবনে আসাম-আগরতলা সড়কে স্টপিজে গাড়ীর জন্য অপেক্ষা করার সময় দুসৃকতিকারীরা শিক্ষকের উপর আক্রমণ করে, ভীষণ মারধোর করেন৷ এতে প্রত্যক্ষ দর্শীদের মধেও ক্ষোভের সৃষ্টি হয়েছে৷
১৮ এপ্রিল কাশীপুর এলাকার অভিভাবক সিপিআই(এম) দরদী সষ্ণির লাগাড্ডু উনার মেয়ে ডনবসকো সুকলে পাঠরত (ছাত্রী) কাশীপুর স্টপিজে এএ রোডে সুকল বাসে তুলে দিতে আসার পর সেখানে রাস্তায় শাসক দল বিজেপির দুসৃকতিকারী উনাকে ভীষণ মারধোর করে৷ এ ঘটনা প্রকাশ্য দিবালোকে হয়েছে৷ এতে জনগনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷
সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা ও জিরানীয়া মহকুমা কমিটি শাসক দল বিজেপি’র দুর্বৃত্তদের সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে৷ পার্টি আইনের শাসন প্রতিষ্ঠায় রাজ্য সরকার ও বিজেপি দলের প্রতি আবেদন জানাচ্ছে৷ সন্ত্রাসকারী দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে কার্যকরী উদ্যোগ নিতে দাবি জানাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *