এটাহতে আবারও নাবালিকাকে ধর্ষণ ও খুন, গ্রেফতার মূল অভিযুক্ত

লখনউ, ২০ এপ্রিল (হি.স.): দেশজুড়ে ধর্ষণের মতো নক্ক্যারজনক ঘটনা ক্রমশ বেড়েই চলেছে| উন্নাও ও কাঠুয়ার পর আবারও সংবাদের শিরোনামে উত্তর প্রদেশের এটাহ| এটাহ জেলায় ধর্ষণের পর খুন করা হল ন’বছর বয়সি এক নাবালিকাকে| বৃহস্পতিবার গভীর রাতে পাশবিক অত্যাচারের ঘটনাটি ঘটলেও, শুক্রবার ভোররাতে নক্ক্যারজনক ঘটনাটি প্রকাশ্যে এসেছে এটাহ জেলার আলিগঞ্জ থানার অন্তর্গত কেলটা এলাকায়| নক্ক্যারজনক এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ধর্ষক ও খুনিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ| ধৃতের নাম হল, পিন্টু|
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কেলটা এলাকায় নিজের কাকার বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার রাতে বিয়ে বাড়িতে এসেছিলেন ন’বছর বয়সি ওই নাবালিকা| বিয়ের পর থেকেই মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা| অনেক খোঁজাখুঁজির পর বিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে নির্জন জায়গায় নাবালিকার অর্ধনগ্ন-মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিজনরা| নাবালিকার পরিবারের অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে তাঁদের মেয়েকে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে| শিশুকন্যার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পিন্টু নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে| ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ৩৭৬ (ধর্ষণ) ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে|
উল্লেখ্য, দিন দুয়েক আগে এটাহ জেলার কোতওয়ালি নগর পুলিশ স্টেশন থেকে মাত্র দু’কিলোমিটার দূরে সীতলপুর গ্রামে ধর্ষণের পর খুন করা হয় আট বছর বয়সি এক নাবালিকাকে| ওই ঘটনার পর থেকে এমনিতেই উত্তেজনা বিরাজমান এটাহ জেলায়| এরই মধ্যে ন’বছর বয়সি নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় আবারও সংবাদের শিরোনামে এটাহ জেলা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *