BRAKING NEWS

ট্যুইট করে নাবালিকা ধর্ষণকাণ্ডে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.) : দেশজুড়ে নাবালিকাদের উপর ধর্ষণের ঘটনায় নিজের উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া এবং উত্তরপ্রদেশে উন্নাওতে নাবালিকা ধর্ষণকাণ্ডে গোটা দেশজুড়ে বিক্ষোভের ঝড় উঠেছে। এমন সময় সোমবার সোশ্যাল মিডিয়ায় ট্যুইটারে রাহুল গান্ধী লিখেছেন, ‘‘২০১৬র সালে ১৯,৬৭৫টি নাবালিকা ধর্ষণকাণ্ডের রিপোর্ট সামনে এসেছে। এটি লজ্জাজনক। এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাকের আয়োজন করা উচিত প্রধানমন্ত্রীর। যদি তিনি সত্যিই ‘মেয়েদের প্রকৃত ন্যায়বিচার’ দিতে চান এবং দোষীদের শাস্তি দিতে চান তবে অবিলম্বে তা কার্যকার করা উচিত।’’
প্রসঙ্গত, কাঠোয়া এবং উন্নাওয়ের গণধর্ষণের ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কংগ্রেস। তার জেরে গত সপ্তাহে মোমবাতি নিয়ে মিছিল করেছিলেন রাহুল গান্ধী। কর্ণাটক নির্বাচনের আগে বিষয়টি নিয়ে বিজেপির উপর চাপ সৃষ্টি করতে চাইছেন কংগ্রেস। অন্যদিকে উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। পাশাপাশি কাঠুয়া ধর্ষণকাণ্ডে অভিযুক্তকেও গ্রেফতার করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *