নবম দিনেও উল্লেখযোগ্য সাফল্য ভারতীয় ক্রীড়াবিদদের, সোনা জিতলেন তেজস্বিনী ও অনিশ

গোল্ড কোস্ট (অস্ট্রেলিয়া), ১৩ এপ্রিল (হি.স.): কমনওয়েলথ গেমস-এর নবম দিনেও উল্লেখযোগ্য সাফল্য ধরে রাখলেন ভারতীয় ক্রীড়াবিদরা| শুক্রবার শ্যুটিং-এ মহিলাদের ৫০ মিটার রাইফেল বিভাগে সোনা জিতলেন ভারতের তেজস্বিনী সাওয়ান্ত| একই প্রতিযোগীতায় রুপো পেলেন অঞ্জুম মৌদগিল| অন্যদিকে, পুরুষদের ২৫ মিটার র্যা পিড ফায়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন অনিশ ভানওয়ালা|
মহিলাদের ৫০ মিটার রাইফেল বিভাগে তেজস্বিনী সাওয়ান্ত পেয়েছেন ৪৫৭.৯ পয়েন্ট| অঞ্জুম মৌদগিল পেয়েছেন ৪৫৫.৭ পয়েন্ট| এদিকে, স্কুটল্যান্ডের সেওনাইড ৪৪৪.৬ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছেন| অন্যদিকে, পুরুষদের ২৫ মিটার র্যা পিড ফায়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন হরিয়ানার শ্যুটিং অনিশ ভানওয়ালা| দেশের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে কম বয়সী সোনাজয়ী ১৫ বছর বয়সি অনিশ| উল্লেখ্য, ২০১৮ কমনওয়েলথ গেমসে পদক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত| ভারতের আগে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *