নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস জারি রয়েছে দাবি করে সিপিএম অভিযোগ করেছে তাদের দলীয় সমর্থকদের উপর হামলা হুজ্জতি চালানো হচ্ছে৷ সেই সাথে শ্রমিকদেরও কাজ করতে দেওয়া হচ্ছে না৷ সিপিএমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গেরুয়াবাহিনীর আক্রমণ, সন্ত্রাস এখনও জারি রয়েছে জিরানীয়া মহকুমা এলাকায়৷ ১১ এপ্রিল খয়েরপুর বণিক্য চৌমুহনীতে বিজেপি দুর্বৃত্তরা ২০টি উপর ট্রিপার ও জেসিপি গাড়ী আটকে রাখে৷ গাড়ী গুলি চালানো যাচ্ছে না৷ শ্রমিকরা কর্মহীন৷ গাড়ী চালাতে গেলে এবং শ্রমিকরা কাজ করতে গেলে টাকা দিতে হবে দাবি করছে৷ চূড়ান্ত ভাবেই অবৈধ কাজ করছে দুর্বৃত্তরা৷ জিরানীয়া পূর্ব বড়জলা নোয়াবাড়িতে ১১ই এপ্রিল রাতে কর্মচারী আশিষ দাসের বাড়ীতে হামলা সংগঠিত করা হয়৷ সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা ও জিরানীয়া মহকুমা কমিটি গেরুয়াবাহিনীর এহেন অগনতান্ত্রিক কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে৷ পুলশিকে দুর্বৃত্তদের গ্রেপ্তারে দাবি জানাচ্ছে৷ রাজ্য সরকারকে আইনের শাসন কায়েমে দায়িত্ব পালনে ভূমিকা নিতে আহ্বান জানাচ্ছে৷
2018-04-13