মূর্তি ভাঙচুরের খেলা অব্যাহত, ফিরোজাবাদে আক্রান্ত আম্বেদকরের মূর্তি

আগ্রা, ১১ এপ্রিল (হি.স.): দেশজুড়ে মূর্তি ভাঙচুরের খেলা অব্যাহত| মূর্তি ভাঙচুরের খেলা এই মুহূর্তে সংক্রামক ব্যধিতে পরিণত হয়েছে| কিছুদিন আগেই উত্তর প্রদেশের এলাহাবাদ ও সিদ্ধার্থনগরে ভাঙচুর করা হয় ভারতীয় সংবিধানের প্রণেতা তথা দলিত আইকন ভীমরাও রামজি আম্বেদকরের মূর্তি| উত্তর প্রদেশের এলাহাবাদ ও সিদ্ধার্থনগরের পর এবার ছোঁয়াচে রোগ পৌঁছে গেল ফিরোজাবাদ জেলায়| ফিরোজাবাদ জেলার টুন্ডলা থানার অন্তর্গত নাগলা ঝামান গ্রামে ভেঙে ফেলা হল দলিত আইকন ভীমরাও রামজি আম্বেদকরের মূর্তি| বুধবার সকালে এই দৃশ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন| পাশাপাশি দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন আম্বেদকর প্রেমীরা| অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে নক্ক্যারজনক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

ফিরোজাবাদের পুলিশ সুপার (শহর) রাজেশ কুমার সিং জানিয়েছেন, ‘হাতুড়ি দিয়ে আম্বেদকরের মূর্তি ভেঙে ফেলা হয়েছে| আম্বেদকরের মূর্তির ডানহাতের দু’টি আঙুল ভেঙে ফেলা হয়েছে| হিংসায় উস্কানি দিতে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে|’ পুলিশ সুপার আরও জানিয়েছেন, ‘আম্বেদকরের মূর্তিটি পুনঃনির্মাণ করা হবে| অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা রুজু করা হয়েছে|’

ত্রিপুরা থেকে তামিলনাড়ু, তামিলনাড়ুর পর পশ্চিমবঙ্গ| শুধু ত্রিপুরা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ নয়, ইতিপূর্বে উত্তর প্রদেশেও ভাঙচুর করা হয়েছে বিশিষ্ট জনদের মূর্তি| ত্রিপুরায় ভাঙচুর করা হয় লেনিনের মূর্তি, তামিলনাড়ুতে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পেরিয়ারের মূর্তি, পশ্চিমবঙ্গে ভাঙচুরের চেষ্টা করা হয় জন সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি| উত্তর প্রদেশে একাধিকবার ভাঙচুর করা হয়েছে দলিত আইকন ভীমরাও রামজি আম্বেদকর মূর্তি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *