ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া মিলবে না ফেয়ারনেস ক্রিম

মুম্বই, ১০ এপ্রিল (হি.স.) : কসমেটিক্সের দোকান থেকে এই ফেয়ারনেস ক্রিম বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ এই ক্রিম কিনতে গেলে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যেতেহবে মেডিক্যাল স্টোরে৷
জানা গিয়েছে, ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ডের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ অ্যাডভাইজরি বোর্ড একটি রিপোর্ট জমা করে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে৷ সেই রিপোর্টে বলা হয়েছে প্রেসক্রিপশন ছাড়া ফেয়ারনেস ক্রিম যেন বিক্রি করা না হয়৷ এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় স্বাস্থ্যমন্ত্রক৷
সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়৷ সেখানে সিডিউল এইচের তালিকায় ১৪টি পণ্যকে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়৷ যার মধ্যে রাখা হয়েছে ফেয়ারনেস ক্রিমগুলিকে৷ এর অর্থ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া মিলবে না ফেয়ারনেস ক্রিম৷ স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, এই জাতীয় ফেয়ারনেস ক্রিমগুলিতে স্টেরয়েড থাকে৷ ড্রাগ ও কসমেটিক্স রুলস ১৯৪৫ ধারায় কিছু সংশোধন এনে এই তালিকা প্রস্তুত করা হয়েছে৷ এরপরেও যারা এই নির্দেশিকা অগ্রাহ্য করে কসমেটিক্স স্টোরে ফেয়ারনেস ক্রিম বিক্রি করবে তাদের কড়া শাস্তির মুখে পড়তে হবে৷ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চর্মরোগ ডাক্তারদের একটা বড় অংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *