BRAKING NEWS

আলজেরিয়ায় ভেঙে পড়ল মিলিটারি বিমান, মৃত অন্তত ১৮১

আলজিয়ার্স, ১১ এপ্রিল (হি.স.): আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের কাছে ভেঙে পড়ল একটি মিলিটারি বিমান| দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে অন্তত দু’শো যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে| বিমানে থাকা সমস্ত যাত্রীই দুর্ঘটনায় মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে| আলজেরিয়া প্রশাসন সূত্রের খবর, স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের দক্ষিণ-পশ্চিমে বউফারিক মিলিটারি ঘাঁটি থেকে অবতরণের কিছু পরই খোলা জায়গায় (চাষের ক্ষেত) ভেঙে পড়ে বিমানটি| দুর্ঘটনার পরই বিমান থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে থাকে|

প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮১ জন যাত্রীর| তবে, সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান মুখপাত্র মোহাম্মেদ আচৌর জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে| মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে|’ মোহাম্মেদ আচৌর আরও জানিয়েছেন, আলজিয়ার্স থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বউফারিক মিলিটারি ঘাঁটি থেকে অবতরণের কিছু পরই চাষের ক্ষেতে ভেঙে পড়ে বিমানটি| অভিশপ্ত বিমানটি দক্ষিণ-পশ্চিম আলজেরিয়ার বেছার-এর অবস্থিত মিলিটারি বেস অভিমুখে যাওয়ার কথা ছিল|

প্রশাসন সূত্রে খবর, বউফারিক মিলিটারি ঘাঁটি থেকে বিমানটি যাত্রা শুরু করেছিল| যাওয়ার কথা ছিল দক্ষিণ আলজেরিয়ার টিনডাউফে, যেখানে প্রতিবেশী পশ্চিম সাহারা থেকে অনেক উদ্বাস্তু এসে বসবাস করছেন| আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি| দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়েছে| প্রতিরক্ষা মন্ত্রক মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে| যে বিমানটি ভেঙে পড়ে সেই বিমানটি রাশিয়ান প্রযুক্তিতে নির্মিত| উল্লেখ্য, বছর চারেক আগে আলজেরিয়ায় একটি সামরিক বিমান ভেঙে পড়ে ৭৭ জনের মৃত্যু হয়েছিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *