সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার পর এবার মিসাইল হামলা, কড়া বার্তা মার্কিন ও বৃটিশ প্রশাসনের

দামাস্কাস, ৯ এপ্রিল (হি.স.) : রাসায়নিক অস্ত্র হামলার পর এবার সিরিয়াতে মিসাইল হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে৷ রবিবার সিরিয়াতে কেমিক্যাল হামলার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সোমবার সকালে হোমস্ শহরের টার্মিনাল-৪ এয়ারফিল্ডে বিস্ফোরণের শব্দে উত্তেজনা ছড়ায়৷ উল্লেখ্য, রবিবার সিরিয়াতে কেমিক্যাল হামলার ঘটনায় ৭০-র বেশি জনের মৃত্যু হয়েছে৷
সিরিয়ার সরকারি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, এয়ারপোর্টে মিসাইল হামলা হয়৷ যার ফলে অনেকের প্রাণ যায়৷ রবিবারের কেমিক্যাল অ্যাটাকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট বশর-অল-আসাদকে কড়া হুঁশিয়ারি দেন৷ ট্রাম্পের হুঁশিয়ারির পর ব্রিটেনও রাশিয়া এবং বশর-অল-আসাদকে এই হামলার জন্য দায়ী করেছে৷
উল্লেখ্য, বিদ্রোহীদের দখলে ডুমা অঞ্চলে সাধারণ মানুষের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ‘পশু’ বলে উল্লেখ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্যুইট করে বলেন, ‘সিরিয়ায় নির্বোধের মতো রাসায়নিক আক্রমণে মহিলা ও শিশু সহ বহু মানুষের মৃত্যু হয়েছে। যে অঞ্চলে আক্রমণ করা হয়েছে, সেটি ঘিরে রেখেছে সিরিয়ার সেনাবাহিনী। ফলে বাইরের কারও পক্ষে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। যাদের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করা হয়েছে, তাদের চিকিৎসার প্রয়োজন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *