পুলিশের উচ্চ ও মাঝারি পর্যায়ে বড় রদবদল তালিকায় আছেন ষাট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ রাজ্য পুলিশে বড় ধরনের রদবদল করেছে সরকার৷ উচ্চ ও মাঝারি স্তরের আইপিএস এব টিপিএস আধিকারিকদের নাম রয়েছে বদলির তালিকায়৷ রাজ্য পুলিশ সদর দফতর থেকে এ সম্পর্কে রবিবার সকালে নির্দেশনামা বেড়িয়েছে৷ যদিও বদলির বিষয়েবেশ কয়েকজন আধিকারিক আগেই অবগত ছিলেন৷ তবে সরকারিভাবে নির্দেশনামা রবিবার সকালেই প্রকাশিত হয়েছে৷ বদলির তালিকায় রাজ্যের ছয় জেলার পুলিশ সুপারের নামও রয়েছে৷ নতুন নির্দেশিকা অনুযায়ী পশ্চিম জেলার সুপার হচ্ছেন আইপিএস আধিকারিক অজিত প্রতাপ সিং৷ বর্তমানের পশ্চিম জেলার সুপার অভিজিৎ সপ্তর্ষিকে সিআইডি পুলিশের সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাছাড়া আইপিএস আধিকারিক জৈলসিং মিনাকে দক্ষিন জেলার পুলিশ সুপার করা হয়েছে৷ একই ভাবে আরও তিন আইপিএস আধিকারিক লাকি চৌহান, সুদীপ্ত দাস এবং অঘনা রমেশ রেড্ডিকে যথাক্রমে ঊনকোটি, ধলাই ও গোমতি জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে৷ পুলিশ প্রশাসনের বহুচর্চিত ব্যক্তিত্ব তথা সিপিআইএম এর যুবসংগঠন ডিইউএফআইএফ রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী এবং বিশালগড় রেগা প্রকল্পে অর্থ লোপাটের ঘটনায় প্রধান অভিযুক্ত বিমল চক্রবর্তীর ভাই আইপিএস আধিকারিক কমল চক্রবর্তীকে টিএসআর এর তৃতীয় ব্যাটেলিয়ানের কমাডেন্ট পদে বদলি করা হয়েছে৷ বদলি অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারের নাম রয়েছে৷  সরকারি নির্দেশিকা অনুযায়ী অতিসত্বর তাঁদের নতুন স্থানের দায়িত্বভার নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, রাজ্য পুলিশের মাঝারি স্তরে রদবদল করা হয়েছিল নির্বাচনের প্রাক্কালে৷ নির্বাচন শেষ হওয়ার পর নতুন সরকার পুনরায় রদবদল করেছে৷ রাজ্যের নতুন সরকার পুলিশ প্রশাসনকে ফ্রি হ্যান্ড দেওয়ার বিষয়ে জোর দিয়েছে৷ তাতে পুলিশ প্রশাসন আরও বেশী কর্মমুখীন হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় হবে৷ দলদাসের যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠেছিল তা থেকে পুলিশ মুক্ত হতে চলেছে বলে তথ্যাভিজ্ঞ মহল মনে করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *