BRAKING NEWS

মির্জায় সিপিএম পার্টি অফিসে পুলিশের তল্লাসী অভিযান, মিলল বন্দুক ও ভোজালি

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ এপ্রিল৷৷ মির্জার সিপিএম দলীয় অফিসে তল্লাসী চালিয়ে একটি বন্দুক ও একটি ভোজালি উদ্ধার করল পুলিশ৷ শুক্রবার

সিপিএম পার্টি অফিসে উদ্ধার হওয়া বন্দুক ও ভোজালি৷ ছবি নিজস্ব৷

মির্জা বাজারের পার্টি অফিসে তল্লাসী চালানোর জন্য বিজেপির স্থানীয় নেতৃত্ব পুলিশের কাছে দাবী জানায়৷ সেই মতো পুলিশ অভিযান চালায়৷ পুলিশের এই অভিযানের সাথে ছিলেন মহকুমা শাসক শুভাশিষ বন্দ্যোপাধ্যায়, এসডিপিও রাজেন্দ্র দত্ত এবং কাকড়াবন থানার ওসি সুব্রত দেবনাথ সহ বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী৷

তল্লাসী চালানোর আগে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে ভীড় করেন৷ পার্টি অফিসে আগ্ণেয়াস্ত্র রয়েছে বলে জোর সওয়াল করে বিক্ষোভ দেখাতে থাকে৷ প্রথমে পুলিশ তল্লাসী চালাতে অনিহা প্রকাশ করে৷ তাতে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং তারা বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত হয়ে৷ পুলিশ উত্তেজনা প্রশমনে এবং বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে মৃদু লার্ঠি চার্জ করে৷

পরে মহকুমা শাসকের অনুমতি নিয়ে পুলিশ পার্টি অফিসের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে এবং বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে লাল পতাকার বান্ডিলের ভেতরে মুড়িয়ে রাখা একটি বন্দুক উদ্ধার করা হয়৷ সেই সাথে বেশ কয়েকটি আলমাড়ির তালা ভেঙ্গে ভেতর থেকে একটি ভোজালি উদ্ধার করা হয়৷ বন্দুক ও কিরিচ উদ্ধারের খবরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি পার্টি অফিসের টিনের ছাউনির একটি টিন সরানো রয়েছে৷ সেই দিক দিয়েই সিপিএম ক্যাডাররা পার্টি অফিসে ঢুকে এবং আগ্ণেয়াস্ত্র গুলি নিয়ে গিয়েছে৷ অফিসে বিস্তর পরিমান আগ্ণেয়াস্ত্র ছিল বলে দাবি করেন বিজেপি নেতৃত্বরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *