নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ আইপিএফটির তিপ্রাহা গোষ্ঠী আবার দলের এন সি গোষ্ঠীর বিরুদ্ধে তোপ দাগল৷ পৃথক রাজ্য ইস্যুতে

আইপিএফটির এন সি গোষ্ঠীর অবস্থান স্পষ্ট করার দাবি জানালো তিপ্রাহা গোষ্ঠী৷
আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আইপিএফটি তিপ্রাহা গোষ্ঠীর সভাপতি বুধু দেববর্মা বলেন, বিজেপির সঙ্গে গিয়ে আইপিএফটির এন সি গোষ্ঠী ক্ষমতায় এসেছে৷ এন সি দেববর্মা এখন মন্ত্রী কিন্তু মন্ত্রী হয়ে তিনি পৃথক রাজ্য ইস্যুতে কোন মতামতই রাখছেন না৷ এমনকি সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এন সি দেববর্মাকে সঙ্গে বসিয়ে বলছেন রাজ্যে পৃথক রাজ্য এখন আর কোন ইস্যুই না৷ কিন্তু এন সি দেববর্মা এই বিষয়ে কিছু বলছেন না৷
তিনি বলেন, গুরুত্বপূর্ণ দুটি বিভাগের মন্ত্রী হয়েছেন এন সি দেববর্মা এবং মেবার কুমার জমাতিয়া৷ আইপিএফটি অবিভক্ত থাকাকালীন সময়ে রাজ্য সরকারের কাছে দাবি ছিল এডিসি গঠনের পর যে ১৩,৮৬৪ অনুপজাতি পরিবারকে এডিসি এলাকায় বসবাসের অধিকার দেওয়া হয়েছিল তাদের সরিয়ে নিতে৷ একেই সঙ্গে বনাধিকার আইনে পাট্টা বণ্টনে ৩১ হাজার অনুপজাতিদের আবেদনও খারিজ করার দাবী করা হয়েছিল৷ এখন এি দাবী পূরণ করা হোক৷
বুধু দেববর্মা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যথেষ্ট উপজাতি প্রেমী৷ তাই তার কাছে আবেদন থাকবে তিনি যেন আগরতলায় উপজাতি ব্যবসায়ীদের জন্য একটি বাজার শেড করে দেন৷ যারা পাহাড়ি এলাকা থেকে আগরতলা এসে ব্যবসা করেন তাদের জন্য এটি খুব সুবিধাজনক হবে৷ প্রসঙ্গত, আইপিএফটি এন সি গোষ্ঠী নির্বাচনের আগে পর্যন্ত পৃথক রাজ্যের দাবীতে সরব ছিল৷ বিজেপির সাথে জোটের পর এই দাবী নিয়ে ততটা সক্রিয় নয়৷