
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ছিল মিন্ডানাও আইল্যান্ডের প্রধান শহর ডাভাও থেকে ১২৮ কিলোমিটার (৮০ মাইল) পূর্বে, ভূপৃষ্ঠের ৬১ কিলোমিটার (৬৮ মাইল) গভীরে| যদিও শক্তিশালী এই ভূকম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি|
Designed using Magazine News Byte. Powered by WordPress.