
মঙ্গলবার সেই এসসি ও এসটি আইন নিয়ে শুনানিতে শীর্ষ আদালত জানায়, আগের রায় বহাল থাকবে| তবে, আগামী ১০ দিনে তা পুনর্বিবেচনা করবে আদালত| আগামী দু’দিনের মধ্যে আদালতে লিখিত আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকে| সর্বোচ্চ আদালতের বিচারপতিরা জানান, ‘আদালত এই আইনের বিরুদ্ধে নয়| কিন্তু, আইনের কারণে নিরপরাধ মানুষ যাতে কোনও শাস্তি না পান বা তাঁদের হেনস্থা না হয় তা নিশ্চিত করাই আদালতের উদ্দেশ্য| সাধারণ কর্মচারীদের ভয় দেখানোর জন্য এই আইন ব্যবহার করা বাঞ্ছনীয় নয়| এই আইনটি একটি স্বয়ংসম্পূর্ণ আইন|’