যৌন হেনস্থা সহ্য করতে না পেরে গায়ে আগুন দিল দশম শ্রেণীর এক ছাত্রী

ভোপাল, ১ এপ্রিল (হি.স.): নারী অধিকার বা নারীদের স্বাধীনতা নিয়ে যতই আলোচনা, সভা, সমাবেশ হোক নয়া কেন, বাস্তবে নারীদের উপর আজও যে পাশবিক অত্যাচার হয়ে চলেছে তা ফের প্রমাণিত হল মধ্যপ্রদেশের একটি ঘটনা থেকে। দীর্ঘদিন ধরে সাগর এলাকায় এক দশম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা করত একদল যুবক। বুধবার স্কুল থেকে ছাত্রীটি যখন বাড়ি ফিরছিল তখন ওই ছয় যুবক ছাত্রীটির উপর চড়াও হয়ে তাকে যৌন হেনস্থা করে। ক্রমাগত এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে বৃহস্পতিবার নিজের গায়ে আগুন দেয় দশম শ্রেণীর ওই ছাত্রী। তৎক্ষণাৎ তাকে খুরাই সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাগরের বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন আহতের ক্ষতের ৮৫ শতাংশই আগুনে পুড়ে যাওয়ার কারণে ঘটেছে। পরে থাকে ভোপালে এইমসে ভর্তি করে দেওয়া হয়।
ওই ছাত্রীর পরিবারের অভিযোগ আমির, সোহেল, রিজওয়ান, আনাস, ফাইজল, আলতাফ নামে ছয় যুবক ওই ছাত্রীকে ক্রমাগত যৌন হেনস্থা করে আসছিল। পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত দুই যুবককে পুলিশ গ্রেফতারও করেছে। ধৃতদের থেকে পুলিশ একটি বন্দুক, বেশ কয়েকটি ছুরি এবং গাঁজা বাজেয়াপ্ত করেছে। যদিও মূল অভিযুক্ত আমির এখনও ফেরার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *