নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাস অর্থনৈতিকভাবে অবরোধ সৃষ্টি করার লক্ষ্যেই করা হচ্ছে বলে দাবি সিপিএমের৷ দলের পক্ষ থেকে মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে দলের পক্ষ থেকে বলা হয়েছে, শাসক দল বিজেপি’র গেরুয়াবাহিনীর সন্ত্রাস দিনকে দিন বেড়েই চলেছে৷ সিপিআই(এম) নেতা, কর্মী-সমর্থকদের উপর লাগামহীন সন্ত্রাস অব্যাহত৷ গতকাল ২৬শে মার্চ জিরানীয়া এলাকায় একাধিক আক্রমণের ঘটনা সংগঠিত করা হয়েছে৷ রাত আনুমানিক ৮টা নাগাদ জিরানীয়া বাজারে শিবু মজুমদারের দোকানে আক্রমণ সংগঠিত করে তাকে প্রচন্ড মারধর করা হয়৷ সেই সময় তার সাথে তার সুকল পড়ুয়া ছেলেও ছিল৷ ছেলের সামনে বাবাকে মারতে দেখে সে আতঙ্কে চিৎকার করছিল৷ আশেপাশের দোকানীরা ভয়ে দোকানপাটি বন্ধ করে দেয়৷ ঐ সময়ে শাসক দলের দুর্বুত্তরা জিরানীয়া বাজা৪রে আসাম-আগরতলা সড়কে জমায়েত হয়ে চিৎকার করতে করতে লাঠি-রড ইত্যাদি নিয়ে পার্টি মহকুমা অফিসের দিকে প্রবেশ করে৷ পরবর্তী সময় আবার তারা পার্টির মহকুমা অফিসের সামনে জমায়েত হয়ে অফিসে ঢুকার চেষ্টা করে৷ পুলিশের সামনেই তারা এই ঘটনা সংঘটিত করে৷ অনেক রাত অব্দি তারা চিৎকার চেচামেচি করে৷ রাত ১০টা নাগাদ জিরানীয়া বাজারের পার্শ্ববর্তী জিরানীয়া মোটরস্ট্যান্ড এর সামনে অটো শ্রমিক উত্তম দে-এর চা-এর দোকানে আগুন ধরিয়ে দেয়৷ ফায়ারসার্ভিস এসে আগুন নেভায়৷ এই দোকানে আগেও আগুন দেওয়া হয়েছে৷ এই সকল সন্ত্রাসমূলক কার্যকলাপে গোটা এলাকায় দল মত সকল অংশের মানুষের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে৷ ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট খুলছেন না৷ ঐ রাতেই পার্থ রায় নামক এক যুবকের বাইকের চাবি নিয়ে যায় এবং তার দোকান বন্ধ করে দেওয়া হয়৷ ২৭ মার্চ সকালে জিরানীয়া ব্লক টিলায় পার্টি কর্মী প্রদীপ (বুটনা) বাসফরের বাড়ি হামলা করে তার স্ত্রীকে প্রচন্ড মারধর করা হয় এবং এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয়৷
২৬ শে মার্চ খয়েরপুরে সি পি আই (এম) কর্মী স্বপন দে ও মিকাক্ষী কর রে বাড়িতে বিজেপি দুবৃর্ত্তরা হামলা ও ভাঙচুর করে৷ ঐদিন রাতেই পুরাতন আগরতলা এলাকার মেকলি পাড়ায় পার্টি কর্মী সঞ্জীব সাহা, হারাধন দাস, প্রণব মজুমদার এবং রতন দাসের বাড়িতে দুর্বৃত্ত বাহিনী হামলা করে৷ সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি মনে পার্টির নেতা -কর্মী, সমর্থকদের বাড়ি – ঘড় ছাড়া করতে এবং অর্থনৈতিকভাবে অবরোধ সৃষ্টি করে একদলীয় স্বৈরশাসন কায়েম করার জন্যই এহেন ফ্যাসিস্ট অপরাধিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছে৷