
নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): কর্ণাটকের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বাদানুবাদ তীব্র আকার ধারণ করেছে। তথ্য চুরি কাণ্ডে বিগত কয়েক দিন ধরেই সরগরম জাতীয় রাজনীতি। বিগত দুইদিন ধরে তথ্য চুরি কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করে প্রবল রাজনৈতিক আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার রাহুল গান্ধীকে পাল্টা অজ্ঞ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা দলের মুখপাত্র সম্বিত পাত্র। রাহুল গান্ধীর পাল্টা নিন্দা করে সম্বিত পাত্র বলেন, ‘প্রযুক্তিগত বিষয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী একেবারেই অজ্ঞ। সে জানেই না যে ডেটা এনালিসের আর চরবৃত্তির একই বিষয় নয়। আধুনিক যুগ হচ্ছে তথ্যপ্রযুক্তির। যেটা রাহুলজি বোঝেন না।
সম্বিত পাত্র আরও বলেন, নমো অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন। অন্য সকল স্মার্ট অ্যাপের মতোই এটিও একটি স্মার্ট অ্যাপ। কোনও অ্যাপকে তখনই স্মার্ট বলা হয় যখন সেটি দুই তরফের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে তোলে।
প্রসঙ্গত সোমবার রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, ‘মোদীর নমো অ্যাপ গোপন তোমার বন্ধু এবং পরিজনদের অডিও, ভিডিও, কনটেকস রেকর্ড করে নেয়। এমনকি জিপিএসের মাধ্যমে তুমি যেখানে রয়েছে সেই জায়গাটাও তিনি চিহ্নিত করতে পারবেন। এখন তিনি (নরেন্দ্র মোদী) আমাদের বাচ্চাদেরও তথ্য চাইছেন। ১৩ লক্ষ এনসিসি ক্যাডেটকে জোর করে ওই অ্যাপ ডাউনলোড করতে বাধ্য করা হচ্ছে।’
ভারতীয় নাগরিকদের উপর চরবৃত্তি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিগ বস বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী। অন্যদিকে রাহুল গান্ধীকে কার্টুন চরিত্র ছোটা ভীম বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি। এদিন পাল্টা এক ট্যূইটবার্তায় স্মৃতি ইরানি লেখেন, ‘রাহুল গান্ধীজি, এমনকি ছোট ভীমও জানে অ্যাপ যদি কোনও অনুমতি চায় তবে তা চরবৃত্তি নয়।’ অন্যদিকে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে অ্যাপটি কোনও ব্যক্তিগত তথ্য চায় না।