অরবিন্দনগরে চুরি

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৪ মার্চ৷৷ শুক্রবার গভীর রাতে অরবিন্দনগরে চুরির ঘটনা ঘটে৷ জানা যায়, অরবিন্দনগরের তাহির মিয়ার বাড়ীতে দুসাহসীক চুরির ঘটনা ঘটে৷ বাড়ীর মালিক জানায় শুক্রবার রাতে নিকট আত্মিয়ের বাড়ীতে অনুষ্ঠান উপলক্ষে বেড়াতে যায়৷ পরদিন সকাল বেলা খবর পেয়ে বাড়ীতে আসে৷ বাড়ীতে এসে দেখতে পায় ঘরের দরজার তালা ভেঙ্গে চোরের দল ঘরে ঢুকে ঘরের শোকেসের লাকার ভেঙ্গে কাপড় গুলি এলো মেলো ভাবে পরে আছে৷ বাড়ীর মালিক ভাঙ্গা লকার খুলে দেখতে পায়৷ টাকা ও স্বর্ণ লঙ্কার চুরি হয়ে যায়৷ তিনি জানান ৮ হাজার টাকা ও কিছু স্বর্ণের জিনিষ ছিল এগুলি চুরি করে নিয়ে যায় চুরের দল৷ এলাকার বাসির কাছ থেকে জানা যায়, ঐ রাতে আরো একটি টং দোকানে চুরির ঘটনা ঘটে৷ টং দোকানে থেকে কিছু মুদিমাল চুরি করে৷ খবর পেয়ে মধুপুর থানায় ঘটনা স্থলে ছুটে যায় মধুপুর থানায় এএসআই ধ্রুবরঞ্জন গুহ সহ পুলিশ বাহিনী৷ ঘটনাস্থলে তল্লাশি করছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *