মস্কো, ২৪ মার্চ (হি.স.) : প্রাক বিশ্বকাপ প্রস্তুতির বন্ধুত্বপূর্ণ ম্যাচে রাশিয়ার বিরুদ্ধে জয় পেল ব্রাজিল৷ শুক্রবারের ম্যাচে রাশিয়ার ঘরের মাঠে রাশিয়াকে উড়িয়ে দিল নেইমারহীন ব্রাজিল৷ ৩-০ গোলের ব্যবধানে ম্যাচে জয় করে৷অন্য ম্যাচে মিশরের বিরুদ্ধে পিছিয়ে থেকেও পরে ২-১ গোলের ব্যবধানে জয় পেল রোনাল্ডোর পর্তুগাল৷ জার্মানির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে স্পেন ও ইতালির বিরুদ্ধে ২-০ গোলে জিতল মেসির আর্জেন্টিনা৷
রাশিয়া বিশ্বকাপের লুজনিকি স্টেডিয়ামে শুক্রবার ব্রাজিল-রাশিয়া ম্যাচ প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণ ও রক্ষণের লড়াই জমে উঠে৷ দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের ঝড়ে তিনটি গোল করে ম্যাচ জিতে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল৷
দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন মিরান্দা৷ ৫৩ মিনিটে তাঁর গোলে এগিয়ে যায় ব্রাজিল৷ ফের ৬২ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলের হয়ে ব্যবধান ২-০ করেন ফিলিপে কুটিনহো৷ চার মিনিটের ব্যবধানে পাউলিনহোর হেডে স্কোরলাইন ৩-০ করে রাশিয়ার খেলা শেষ করে সেলেকাওরা৷ দ্বিতীয়ার্ধের শেষ দিকে দু’বার গোল ব্যবধান কমানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি রাশিয়া৷ বিশ্বকাপ শুরুর আগে অাগামী মঙ্গলবার বন্ধুত্বপূর্ণ ম্যাচে জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল৷ শেষবার ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্বে নেইমারহীন ব্রাজিলকে ৭-১ গোলে হারায় জার্মানি৷ প্রাক বিশ্বকাপে বদলার ম্যাচে জার্মানির বিরুদ্ধে তাই জয় পেতে মরিয়া নেইমারবিহীন ব্রাজিল৷

