শ্রীনগর, ২৪ মার্চ (হি.স.) : জম্মু-কাশ্মীরের অনন্তনাগে ডরু এলাকায় শুক্রবার রাতে সেনা এবং আতঙ্কবাদীদের গুলির লড়াইয়ে ভারতীয় সেনা দুই আতঙ্কবাদীকে নিকেশ করেছে| সূত্রের খবর গতরাতে আনন্তনাগের ডরু এলাকায় ভারতীয় সেনার সঙ্গে আতঙ্কবাদীদের ব্যাপক গুলির লড়াই হয়| সেনাকে লক্ষ্য করে আতঙ্কবাদীরা গুলি ছুড়তে থাকে| তার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা| সংঘর্ষ চলাকালীন সেনা জওয়ানদের গুলিতে মৃত্যু হয় দুই আতঙ্কবাদীর| শুধু তাই নয় আতঙ্কবাদীদের কাছ থেকে প্রচুর পরিমানে গোলা-বারুদ এবং বেশ কিছু নথি উদ্ধার করেছে ভারতীয় সেনা| সেনা সূত্রে জানা গিয়েছে আজ ভোরের দিকে সংঘর্ষ বন্ধ হয়ে গিয়েছে| উল্লেখ্য, এর আগে মঙ্গলবার কুপওয়ারায় সেনা-জঙ্গী সংঘর্ষে তিন জঙ্গীকে খতম করেছে ভারতীয় সেনা| ওই দিনই সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছিল এই সংঘর্ষের পরেও ওই এলাকায় বেশ কিছু জঙ্গী আত্মগোপন করে থাকতে পারে| সেনা সূত্রে খবর এখন সংঘর্ষ বন্ধ হয়ে গিয়েছে|
2018-03-24

