আলিগড়, ২১ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশের আলিগড়ে পাঁচ বছরের শিশু হত্যার ঘটনার কিনারা করল পুলিশ। এই ঘটনায়‘নরবলি’র অভিযোগে কানহাইয়া নামে ওই পাঁচ বছরের নিহত শিশুর জেঠু সহ তিন অভিযুক্ত গ্রেফতার করেছে পুলিশ। আলিগড়ের এসএসপি রাজেশ কুমার পান্ডে জানান, গত ২৪ ফেব্রুয়ারি ‘বাড়িতে পোঁতা গুপ্তধনে’র লোভে তান্ত্রিক শিবকুমারের কথায় কানহাইয়াকে ‘বলি’ দেয় তার জেঠু। কানহাইয়ার জেঠু তোতারাম ও শিবকুমার লজেন্সের লোভ দেখিয়ে তাকে ক্ষেতে নিয়ে যায়। সেখানে তৃতীয় অভিযুক্ত জ্ঞান সিং তার হাত-পা মুচড়ে দেয়। এরপর শিবকুমার ওই শিশুকে হত্যা করে। এই নারকীয় হত্যাকাণ্ডের পর শিবকুমার কানহাইয়ার রক্ত নিয়ে তোতারামের কপালে তিলক এঁকে দেয়।
গত ১৪ মার্চ ক্ষেতে কানহাইয়ার দেহ উদ্ধার হয়। তার জামাকাপড় দেখে দেহটি শনাক্ত করে পরিবারের লোকজন। পাঁচ বছরের শিশুর দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত নামে এবং অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। পুলিশ ধৃতদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র, মৃতের চপ্পল ও তথাকথিত তান্ত্রিক ক্রিয়াকলাপের নানা সামগ্রী বাজেয়াপ্ত করেছে।