নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ রবিবার রাতে তেলিয়ামুড়ার বাগানবাজারে সিপিএম(এম) পার্টি অফিসে আগুন লাগে৷ তাতে পার্টি অফিসটি পুড়ে গিয়েছে সম্পূর্ণভাবে৷ এই অগ্ণিকান্ডের জন্য সিপিআই(এম) এর পক্ষ থেকে বিজেপিকে দায়ী করা হয়েছে৷ সেই সাথে রাজ্যের বিভিন্ন স্থানে সিপিআই(এম) পার্টি অফিস ট্রেড ইউনিয়নের অফিসে পুলিশী অভিযান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলী৷ এইসব সন্ত্রাস বন্ধের জন্য সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী নতুন সরকারের কাছে দাবী জানিয়েছে৷
এদিকে, দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল রাতে ১২ টা নাগাদ বিজেপি সমর্থকরা তেলিয়ামুড়া মহকুমার বাগান বাজারে সিপিআই(এম) অফিসটি আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে৷ আসবারপত্র, টেলিভিশন সহ সমস্ত জিনিসপত্র ভস্মীভূত হয়ে গেছে৷ ক’দিন আগে বিজেপি’র কর্মীরা অফিসটিতে অস্ত্র আছে বলে অভিযোগ করে পুলিশকে দিয়ে সিপিআই(এম) অফিসটি তল্লাশি চালিয়েছিল৷ কিন্তু কিছুই পাওয়া যায় নি৷ তার পর থেকে অফিসটি বন্ধই ছিল৷ গতকাল রাতে বিজেপি কর্মীরা কমলপুর মহকুমার মানিকভান্ডারে সি পি আই (এম) লোক্যাল কমিটির সম্পাদক রণবিজয় দত্তের বাড়ি আক্রমণ করে ব্যাপক ভাঙচুর করে৷
গত রাতে আগরতলা শহরের গোলচক্কর সংলগ্ণ কাজী পাড়ায় বিজেপি কর্মী-সমর্থকরা বাইকে চড়ে গিয়ে বামফ্রন্ট সমর্থকদের বাড়ি আক্রমণের চেষ্টা চালায়৷ মহিলারা দলবদ্ধভাবে বেরিয়ে এলে হামলকারীরা সরে পড়তে বাধ্য হয়৷
আজ আগরতলায় সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় অফিসে পুলিশ বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালায়৷
বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত ৯ মার্চ নতুন শাসক দল দায়িত্ব নেবার পরও ক্রমাগত সন্ত্রাসমূলক আক্রমণ, পার্টি অফিসে অগ্ণিসংযোগ, অর্থ আদায়, ভয় ভীতি প্রদর্শন অব্যাহত থাকায় সি পি আই (এম) রাজ্য সম্পাদকমন্ডলী তীব্র ক্ষোভ প্রকাশ করছে৷ সন্ত্রাসমূলক কার্যকলাপ চলতে থাকায় শ্রমজীবী মানুষের জীবিকা নির্বাহ করা অসম্ভব হয়ে পড়ছে৷
সন্ত্রাস বন্ধ করা, দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়া, ভয়মুক্ত পরিবেশ সৃষ্টি করা, মত প্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে এখনি যথাযথ পদক্ষেপ নিতে রাজ্য সম্পাদকমন্ডলী নতুন সরকারের কাছে দাবি জানাচ্ছে৷