পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি একজন, গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/ চুরাইবাড়ি/ চড়িলাম, ১২ মার্চ৷৷ ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু এক যুবকের৷ আহত আরও একজন যুবক৷ ঘটনা সোমবার দুপুরে উদয়পুর সাব্রুম জাতীয় সড়কে মাতাবাড়ী বাইপাস এলাকায়৷ মৃত যুবকের নাম তাপস দেবনাথ৷ আহত যুবকের নাম দীপক পাল৷ ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়৷ আহত যুবকের বর্তমানে চিকিৎসা চলছে গোমতী জেলা হাসপাতালে৷ ঘটনার বিবরনে জানা যায়, সোমবার দুপুরে মাতাবাড়ী বাইপাস এলাকায় টিআর০৭-৫৫২১ নম্বরের লাল রঙের হিরোর সুপার স্লেন্ডার বাইক নিয়ে দুই যুবক যাওয়ার সময় একটি অটো গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনাটি ঘটে৷ ঘটনার খবর পেয়ে দমকলের কর্মীরা মৃত ও আহত ২ জনকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে৷ জানা যায়, বাইক আরোহী তাপস দেবনাথের ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ পুলিশ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসলেও অটো গাড়িটি পালিয়ে যায় বলে খবর৷

দিনকে দিন পথ দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে রাজ্যে৷ প্রতিদিন রাজ্যের কোন না কোন প্রান্তে পথ দূর্ঘটনার বলি হচ্ছেন পথচারি থেকে শুরু করে যাত্রী ও যান চালক৷ কেউ কেউ আবার পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়ে চিকিৎসাধীন হতে হয়৷ মূলত দ্রুতগতি ও ওভার টেকের ফলেই পথ দূর্ঘটনা হয়৷ তেমনি এক পথ দূর্ঘটনা সংঘটিত হল উত্তরের কদমতলা আরডি ব্লকের সম্মুখে৷ টিআর০২এফ-৫৮৪৩ নম্বরের ইয়েমমাহা কোম্পোনির বাইক নিয়ে বাইক আরোহি একটি অটোকে ওভার টেক করতে গিয়ে টিআর০৫-১৫০২ নম্বরের পন্যবাহী বলেরো পিক আপের মুখোমুখি সংঘর্ষ বাধে৷ যদিও বিসুকট বোঝাই বলোরটি তার সঠিক রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু বাইক আরোহী ওভার টেক করাতে হয় মুখে মুখি সংঘর্ষ৷ বলেরোটি সামনের মাঝ অংশের নিচে ঢুকে যায় বাইকটি৷ কিন্তু কথায় আছে রাখে হরি মারে কে তাই বাইক আরোহী সহদেব মালাকারের পা ভাঙ্গে মাথা ফেটে যায়৷ তড়িঘড়ি স্থানীয় জনগণ গুরুতর

আহত ব্যক্তিকে কদমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে যায়৷ চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷ এদিকে স্থানীয় জনগণ কদমতলা থানাকে খবর দিলে পুলিশ প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে যায়৷ কিন্তু ততক্ষনে বালেরো চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়৷ পুলিশের উপড় উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় জনগণ৷ পরে অবশ্য দুর্ঘটনাস্থল থেকে বলেরো পিক আপ ও বাইকটিকে কদমতলা থানাতে নিয়ে আসে৷ অপরদিকে স্থানীয় জনসাধারণের কাছ থেকে জানা গিয়েছে গুরুতর ভাবে আহত বাইক চালক সহদেব মালাকার প্রেমতলা বন্ধন ব্যাঙ্কের কর্মচারি৷ সে তার ব্যক্তিগত কাজে ব্যাঙ্ক থেকে কদমতলা বাজারে আসার পথে কদমতলা আরডি ব্লকের সামনে ঘটে এই দুর্ঘটনা৷ আহত সহদেবের বাড়ি কাঞ্চনবাড়ির তরণি নগর এলাকায়৷

সোমবার রাত ৭টায় বিশাগড়স্থিত বাইদ্যাদিখির নিকট বাইক থেকে পড়ে গুরুতর জখম হয় দুইজন৷ গোলাঘাটি থেকে বিশালগড় যাওয়ার পথে টি আর ০৭ এ -৫৮১৯ নম্বরের একটি বাইককে অন্য একটি বাইক ধাক্কা মেরে চলে যায়৷ তাতে ছিটকে পড়ে বাইকে থাকা চালক জিতেন দেববর্মা (৪৫) ও আরোহী সুবল দাস (৩৯)৷ বাইদ্যাদিখির ২নং চন্দ্রনগরেই ঘটে এ দুর্ঘটনাটি৷ সঙ্গে সঙ্গে খবর পৌঁছায় বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ ছুটে গিয়ে বাইক চালক  ও অরোহী দুজনকে উদ্ধার করে অগ্ণিদফতরের জওয়ানরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ তাদের চিকিৎসা চলছে হাসপাতালে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *