শান্তিপূর্ণভাবে শেষ হল বিহারের একটি লোকসভা সহ তিন বিধানসভার উপনির্বাচন, ভোটের গড় হার ৫৫ শতাংশ

পটনা, ১১ মার্চ (হি.স.) : রবিবার মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হল বিহারের তিনটি কেন্দ্রের উপনির্বাচন৷ এরমধ্যে অারারিয়া লোকসভা আসন ও জহানাবাদ ও ভাবুয়া বিধানসভা দুটি কেন্দ্রের এদিন উপনির্বাচন অনুষ্ঠিত হয়৷ লালু প্রসাদ এবং কংগ্রেসের হাত ছেড়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিজেপির হাত ধরে সরকার গড়ার পর এই প্রথম গুরুত্বপূর্ণ নির্বাচনের মুখে বিহার। নীতীশ-বিজেপি জোটকে বিহারবাসী কী চোখে দেখছেন, তার আঁচ পাওয়া যেতে পারে এই উপনির্বাচনের ফলাফলে। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে অাগামী ১৪ মার্চ।
এদিন এই রাজ্যের অারারিয়া লোকসভা এবং জহানাবাদ ও ভাবুয়া বিধানসভা দুটি কেন্দ্রের ভোটগ্রহণ সকাল ৭টা থেকে শুরু হয়৷ নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল ৫টা পর্যন্ত বিহারে অারারিয়া লোকসভা ও দু’টি বিধানসভা কেন্দ্র জহানাবাদ ও ভাবুয়া বিধানসভা কেন্দ্রে ভোটদানের গড় হার ৫৫ শতাংশ। এরমধ্যে অারারিয়া লোকসভা কেন্দ্র ৫৭ শতাংশ, জহানাবাদ বিধানসভা কেন্দ্রে ৫০.০৬ শতাংশ ও ভাবুয়া বিধানসভা কেন্দ্রে ৫৪.০৩ শতাংশ ভোট পড়েছে৷ জানা গিয়েছে, ভোট গ্রহণ পর্ব চলাকালীন কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷ এদিন সকাল থেকে তিনটি কেন্দ্রেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণপর্ব চলে। ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়। পাশাপাশি নিরাপত্তা দায়িত্বে রয়েছে পুলিশবাহিনীও।
উল্লেখ্য, বিহারে আরজেডি-র এককালের ‘স্ট্রংম্যান’ হিসেবে পরিচিত মহম্মদ তাসলিমুদ্দিনের মৃত্যুতে আরারিয়া লোকসভা আসনটি খালি হয়। বিজেপির আনন্দ ভূষণ পাণ্ডে এবং আরজেডির মুন্দ্রিকা সিংয়ের মৃত্যুতে খালি হয়েছিল জহানাবাদ ও ভাবুয়া বিধানসভা কেন্দ্র।
এদিন সকাল থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে ভোটের হার বৃদ্ধি পায়৷ সকাল ৭টা থেকে ১১ টায় পর্যন্ত অারারিয়া লোকসভা কেন্দ্রে ২২.৪২ শতাংশ, ২০.৩ শতাংশ ভাবুয়া বিধানসভা এবং ১৯.২ শতাংশ জহানাবাদ বিধানসভায় ভোট পড়ে৷ বেলা বাড়ার সঙ্গেই ভোটের হারের পরিবর্তন অাসে। বেলা পৌনে তিনটে পর্যন্ত অারারিয়া লোকসভা কেন্দ্রে ৩৭.৮৭ শতাংশ, ২৮.৭% শতাংশ ভাবুয়া বিধানসভা এবং ৩৩.৫২ শতাংশ জহানাবাদ বিধানসভায় ভোট পড়ে৷ এদিন বিকেল ৫টা পর্যন্ত অারারিয়া লোকসভা কেন্দ্র ৫৭ শতাংশ, জহানাবাদ বিধানসভা কেন্দ্রে ৫০.০৬ শতাংশ ও ভাবুয়া বিধানসভা কেন্দ্রে ৫৪.০৩ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচনী দফতর সূত্রে খবর।