BRAKING NEWS

জয়া বচ্চনকে ‘বলিউড ডান্স গার্ল’ বলায় ভৎর্সনা সুষমা স্বরাজের

নয়াদিল্লি, ১২ মার্চ(হি.স.) : জয়া বচ্চনকে ‘বলিউড ডান্স গার্ল’ বলায় বিজেপিতে সদ্য যোগ দেওয়া নরেশ আগরওয়ালকে সমালোচনা করলেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ৷ সুষমা স্বরাজের টুইটে লেখেন, ‘‘নরেশ কুমার আগরওয়াল বিজেপিতে যোগ দিয়েছেন৷ তাঁকে স্বাগত জানাই৷ কিন্তু জয়া বচ্চনকে তিনি যে মন্তব্য করেছেন তা অনুপযুক্ত ও মোটেই গ্রহণীয় নয়৷’’
সোমবার বিজেপিতে নাম লেখান সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক ও রাজ্যসভার সাংসদ নরেশ আগরওয়াল৷ বিজেপিতে যোগদানের কারণ হিসাবে তিনি বলেন, ‘‘আমার রাজ্যসভার টিকিট একজন ‘‘বলিউডের ডান্স গার্ল’’কে দিয়ে দেওয়া হয়েছে৷ এর চেয়ে বেদনাদায়ক কি হতে পারে?’’
প্রসঙ্গত এবার সমাজবাদী পার্টির টিকিটে তৃতীয়বার রাজ্যসভায় যেতে চলেছেন জয়া বচ্চন৷ এই টিকিট পাওয়ার দৌড়ে ছিলেন নরেশ আগরওয়াল৷ কিন্তু নরেশের বদলে জয়াকে রাজ্যসভার টিকিটের জন্য মনোনীত করেছেন অখিলেশ যাদব৷ এতেই বেজায় চটে গিয়ে দল ছেড়েছেন তিনি৷
সাংবাদিক সম্মেলনে সেই ক্ষোভের কথাও জানান৷ তাঁর মত এক অভিজ্ঞ রাজনীতিকের বদলে জয়া বচ্চনের মত ‘‘বলিউডের ডান্স গার্ল’’কে দল নির্বাচন করায় ‘‘আহত’’ হয়েছেন তিনি৷ তাই দল ছাড়ার সিদ্ধান্ত নেন৷ নরেশ যখন এই মন্তব্য করেছিলেন তখন পাশেই বসে ছিলেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল৷
এদিকে নরেশ আগরওয়ালের দল বদলকে কটাক্ষ করেছেন প্রাক্তন সমাজবাদী পার্টির নেতা অমর সিং৷ তিনি বলেন, নরেশ আগরওয়াল আগেও বহুবার দল বদল করেছেন৷ রাজনীতি জীবনে হাতেখড়ি কংগ্রেসে৷ তিনি রাজনাথ সিং মন্ত্রিসভার সদস্য ছিলেন৷ এরপর বহুজন সমাজ পার্টিতে নাম লেখান৷ পরে সমাজবাদী পার্টিতে আসেন৷ এদিক থেকে তাঁর অনেক অভিজ্ঞতা৷’’
অন্যদিকে জয়া বচ্চনকে তৃতীয় বার অখিলেশ রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনীত করায় খুশি হয়েছেন অমর সিং৷ তিনি জানান, জয়া বচ্চন দলের প্রতি দায়বদ্ধ৷ নরেশের থেকে তিনি অনেক ভাল ও উঁচু মনের রাজনীতিবিদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *